ঐকমত্য কমিশনের ‘অতি জরুরি’ বৈঠকে বিএনপির তিন সদস্যের দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৪৭, ১৫ অক্টোবর ২০২৫

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘অতি জরুরি’ বৈঠক আহ্বান করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে সভাপতিত্ব করবেন ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপির পক্ষ থেকে তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে বলে নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধিদলটি সংলাপে যোগ দেবে।
এর আগে ঐকমত্য কমিশনের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলাদা বৈঠক করেছেন। জানা গেছে, ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলোর সমন্বয়ে তৈরি ৮৪ দফা বিশ্লেষণ শেষে চূড়ান্ত জুলাই জাতীয় সনদ প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার রাতে দলগুলোর কাছে এই সনদের অনুলিপি পাঠানো হয়।
আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে জুলাই সনদে স্বাক্ষর করবে বলে নির্ধারিত রয়েছে। তবে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে এখনো ঐকমত্য হয়নি। এই বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশন নিজস্ব সুপারিশ দিতে পারে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মঙ্গলবার রাতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্পষ্ট জানিয়ে দিয়েছে—‘সাংবিধানিক আদেশ’ জারি ছাড়া তারা সনদে সই করবে না। একইভাবে, সনদ বাস্তবায়নের পদ্ধতি পরিষ্কার না হওয়ায় জামায়াতে ইসলামীও সই করবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।