ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১৫:২১, ১৫ অক্টোবর ২০২৫

বেতন ও ভাতাসংক্রান্ত দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা।বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টাইয় তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, দুপুর দেড়টার পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিশাল মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে যাত্রা শুরু করেন শিক্ষকরা। শাহবাগে পৌঁছালে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। কিন্তু বিক্ষুব্ধ শিক্ষকরা ব্যারিকেড ঠেলে রাস্তায় বসে পড়েন। কেউ কেউ রাস্তাতেই শুয়ে পড়ে অবস্থান নিতে শুরু করেন।
গত কয়েকদিন ধরে শিক্ষকরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাদের মূল দাবি—বেতনের সঙ্গে ২০ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধি।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসাইন আজিজী বলেন, “আন্দোলন এখন এমন পর্যায়ে এসেছে যেখানে ১ শতাংশ কমও শিক্ষক সমাজ মেনে নেবে না।” তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের এক ডেপুটি সেক্রেটারি মঙ্গলবার রাতে তাকে ফোন করে ‘স্লট পদ্ধতিতে’ বাড়ি ভাতা বৃদ্ধির প্রস্তাব দেন—প্রথমে ৫ শতাংশ, ছয় মাস পর আরও ৫ শতাংশ করে। কিন্তু শিক্ষকরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
এদিকে আন্দোলন স্থগিতের অনুরোধ করেছিলেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। তার অনুরোধে কিছু সময় অপেক্ষা করলেও শেষ পর্যন্ত শিক্ষকরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগ মোড় অবরোধ করেন।
বিক্ষোভের কারণে শাহবাগ মোড়সহ সংলগ্ন এলাকা জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। আন্দোলন স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বেতনভাতা কাঠামোতে বৈষম্য ও বাড়ি ভাতা বৃদ্ধি নিয়ে আন্দোলন করে আসছেন। সরকারের তরফে এখনো আনুষ্ঠানিক কোনো সমাধানের ঘোষণা না আসায় পরিস্থিতি উত্তপ্ত আকার নিয়েছে।