বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

ভারতে মারা গেলেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওদিঙ্গা

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ১৭:৩৪, ১৫ অক্টোবর ২০২৫

ভারতে মারা গেলেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওদিঙ্গা

ভারত সফরে এসে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা রাইলা ওদিঙ্গা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা-র প্রতিবেদনে বলা হয়েছে, কেনিয়ার রাজনীতির ইতিহাসে ওদিঙ্গা ছিলেন এক প্রভাবশালী ব্যক্তিত্ব।

তার মৃত্যু ২০২৭ সালের নির্বাচনকে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে এক গভীর শূন্যতা সৃষ্টি করবে।
জানা গেছে, তিনি ভারতে চিকিৎসা নিতে গিয়েছিলেন।

ভারতের এক পুলিশ কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, বুধবার সকালে রাইলা ওদিঙ্গা তার বোন, মেয়ে এবং ব্যক্তিগত চিকিৎসককে নিয়ে হাঁটতে বের হন। হাঁটার সময় হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ভারতের একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওদিঙ্গাকে কলকাতা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

১৯৪৫ সালের ৭ জানুয়ারি জন্ম নেওয়া রাইলা ওদিঙ্গা ছিলেন কেনিয়ার স্বাধীনতার পর প্রথম উপরাষ্ট্রপতির পুত্র। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ১৯৯৭ থেকে ২০২২ সাল পর্যন্ত পাঁচবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে কখনও সফল হননি। শেষ চারটি নির্বাচনে তিনি কারচুপির অভিযোগ তুলেছিলেন। ২০০৭ সালের নির্বাচনের পর তার আহ্বানে দেশজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে, যাতে ১ হাজার ৩০০ জন প্রাণ হারান এবং কয়েক হাজার মানুষ আহত ও বাস্তুচ্যুত হন।

জীবনের বড় একটি সময় রাজনীতির জন্য কারাবাস ও নির্বাসনে কাটিয়েছেন ওদিঙ্গা। প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন অপূর্ণ রেখেই আজ তিনি বিদায় নিলেন, রেখে গেলেন এক অস্থির কিন্তু সংগ্রামী রাজনৈতিক ঐতিহ্য।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু