বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

প্রকাশ্যে মাদাগাস্কারের প্রেসিডেন্ট, বললেন: ‘হত্যাচেষ্টা চলছে’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১:০৯, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:৩৪, ১৪ অক্টোবর ২০২৫

প্রকাশ্যে মাদাগাস্কারের প্রেসিডেন্ট, বললেন: ‘হত্যাচেষ্টা চলছে’

মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। ছবি: সংগৃহীত

দীর্ঘ নীরবতা ভেঙে প্রকাশ্যে এলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। ফেসবুক লাইভে জাতির উদ্দেশে দেওয়া এক ‘বিস্ফোরক’ ভাষণে তিনি জানান, তার ওপর হত্যাচেষ্টা ও সেনা অভ্যুত্থানের পরিকল্পনা চলছিল, যে কারণে তিনি বর্তমানে একটি ‘নিরাপদ স্থানে’ অবস্থান করছেন।

রাজধানী অ্যান্টানানারিভোতে চলমান সরকারবিরোধী গণআন্দোলনের মধ্যে এই বক্তব্য দিলেন তিনি। ফরাসি সামরিক উড়োজাহাজে দেশ ছাড়ার গুঞ্জনের মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করতে এই লাইভে আসেন রাজোয়েলিনা।

লাইভে এসে ৫১ বছর বয়সী রাজোয়েলিনা বলেন, “২৫ সেপ্টেম্বর থেকে আমাকে হত্যা ও ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র চলছে। আমাকে বাধ্য হয়ে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে। এই সংকটের একমাত্র সমাধান হলো সংবিধান মেনে চলা।”

তিনি দাবি করেন, একদল সেনা কর্মকর্তা ও রাজনীতিক মিলে তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র চালাচ্ছে।

দেশটিতে প্রথমে পানি ও বিদ্যুৎ সংকট ঘিরে বিক্ষোভ শুরু করে জেনারেশন জেড (জেন-জি)। পরে তা ছড়িয়ে পড়ে বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির অভিযোগে। প্রচণ্ড বিক্ষোভের মুখে একসময় আত্মগোপনে চলে যান প্রেসিডেন্ট রাজোয়েলিনা।

জাতিসংঘ জানিয়েছে, আন্দোলনের প্রথম কয়েক দিনে ২২ জন নিহত ও শতাধিক আহত হয়েছে।

২০০৯ সালে রাজোয়েলিনাকে ক্ষমতায় বসাতে সহায়তাকারী ‘ক্যাপসাট’ নামে সেনা ইউনিট এবার তার বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। তারা নিজেদের মাদাগাস্কারের সশস্ত্র বাহিনীর ‘সর্বময় কর্তৃপক্ষ’ ঘোষণা করেছে।

রাজধানীর বিক্ষোভে সেনাসদস্যরাও অংশ নিচ্ছেন। সোমবার (১৩ অক্টোবর) রাষ্ট্রীয় টিভিতে সেনাপ্রধান জেনারেল ডেমোস্থেনে পিকুলাস বলেন, “দেশজুড়ে শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনী একসঙ্গে কাজ করছে।”

রাজোয়েলিনার ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা ইতোমধ্যে মরিশাসে পালিয়ে গেছেন। তাদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনৎসে ও বিতর্কিত ব্যবসায়ী মামিনিয়ান রাভাতোমাঙ্গা।

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও মাদাগাস্কার বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি।

বিশ্বব্যাংকের হিসেব অনুযায়ী, সেখানকার ৭৫ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। আর আইএমএফ বলছে, মাত্র এক-তৃতীয়াংশ জনগণের বিদ্যুৎ সংযোগ আছে।

১৯৬০ সালে স্বাধীনতার পর থেকে দেশটি বারবার রাজনৈতিক সংকটে পড়েছে। এর আগে ২০০৯ সালের গণবিক্ষোভে রাজোয়েলিনা তৎকালীন প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানাকে সরিয়ে ক্ষমতায় আসেন। তখন তার বয়স ছিল মাত্র ৩৪ বছর, যা তাকে আফ্রিকার সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্টে পরিণত করেছিল। রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন একজন ডিজে ও ব্যবসায়ী। পরে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে জনপ্রিয়তা হারান।

মাদাগাস্কারের প্রধান বিরোধী দল টিআইএম জানিয়েছে, তারা প্রেসিডেন্টের বিরুদ্ধে ‘দায়িত্ব পরিত্যাগের’ অভিযোগে অভিশংসন প্রস্তাব আনবে। দলের এক শীর্ষ নেতা জানান, “বর্তমানে মাদাগাস্কার কার্যত সেনা নিয়ন্ত্রণে রয়েছে।”

এই পরিস্থিতিতে মাদাগাস্কার আবারও রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়ল, যা দেশটির দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকট ও সামাজিক অস্থিরতাকে আরও গভীর করতে পারে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
বুধবার থেকে শুরু অনলাইন জামিননামা প্রক্রিয়া
শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু