তালেবান মন্ত্রীকে অভ্যর্থনায় জাভেদ আখতার
লজ্জায় মাথা নিচু হয়ে যায়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৩০, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৩০, ১৪ অক্টোবর ২০২৫

জাভেদ আখতার, ছবি : ইন্টারনেট
আফগানিস্তানের তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সাত দিনের সফরে ভারতে অবস্থান করছেন। তবে তাকে যেভাবে অভ্যর্থনা জানানো হয়েছে, তার তীব্র নিন্দা করেছেন ভারতের প্রখ্যাত চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতার।
তিনি সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিশ্বের সবচেয়ে কট্টর উগ্রপন্থী গোষ্ঠীর প্রতিনিধিকে যে ধরনের সম্মান জানানো হয়েছে, তাতে লজ্জায় মাথা নিচু হয়ে যায়।”
জাভেদ আখতার মনে করেন, এটি ভারতের নৈতিক অবস্থানকেই প্রশ্নবিদ্ধ করছে। তিনি বলেন, “২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এই প্রথম কোনো শীর্ষ তালেবান নেতা ভারতে সফরে এসেছেন। অথচ আমাদের দেশে তাকে বীরের মতো বরণ করা হচ্ছে — এটা অত্যন্ত দুঃখজনক।”
আখতার আরও তীব্র সমালোচনা করেন উত্তর প্রদেশের সাহারানপুরের দারুল উলুম দেওবন্দের, যেখানেও মুত্তাকিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। তিনি লিখেছেন, “দেওবন্দেরও লজ্জা হওয়া উচিত, কারণ তারা এমন একজন ‘ইসলামিক হিরো’কে সম্মান দিয়েছে, যিনি মেয়েদের শিক্ষাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন।”
ভারতীয় সমাজের প্রতি আহ্বান জানিয়ে জাভেদ আখতার বলেন, “আমাদের সঙ্গে কী হচ্ছে? কীভাবে আমরা এমন এক প্রতিনিধিকে ফুলের মালা দিচ্ছি, যার নেতৃত্বে মেয়েদের স্কুলে যাওয়া পর্যন্ত নিষিদ্ধ?”
উল্লেখ্য, শনিবার দেওবন্দে আমির খান মুত্তাকিকে পুষ্পবৃষ্টি ও সংবর্ধনার মাধ্যমে স্বাগত জানানো হয়। পরে তাঁর হাতে সম্মাননা সনদও তুলে দেওয়া হয়, যা দেশজুড়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।