বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা

রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল 

প্রকাশ: ১৪:০২, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৪:৫০, ১৫ অক্টোবর ২০২৫

রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল 

রাজধানীতে মেট্রোরেলের চলাচল সময় বাড়ছে এক ঘণ্টা। আগামী রবিবার থেকে শুরু হচ্ছে  বাড়তি চলাচলে সময়। বর্তমানে সপ্তাহে ছয় দিন (শনি থেকে বৃহস্পতিবার) উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে। আগামী রবিবার নতুন সূচিতে চলাচল শুরু হলে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে। এখন উত্তরা উত্তর স্টেশন থেকে সবশেষ ট্রেন ছাড়ে রাত ৯টায়। নতুন সূচিতে ট্রেন  ছাড়বে রাত সাড়ে ৯টায়। বুধবার ( ১৫ অক্টোবর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

এখন মতিঝিল থেকে দিনের প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে ৭টায়। নতুন প্রথম সূচিতে ট্রেন ছাড়বে সকাল ৭টায়। আর রাতে মতিঝিল থেকে সবশেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে। নতুন সূচিতে রাত ১০টা ১০ মিনিটে ট্রেন ছাড়বে। মতিঝিল থেকে ছাড়া সবশেষ ট্রেন এখন উত্তরা উত্তর স্টেশনে পৌঁছায় রাত ১০টার পর। নতুন সূচিতে পৌঁছাবে রাত পৌনে ১১টায়।

অন্যদিকে আগামী অক্টোবর মাসের মাঝামাঝিতে মেট্রোরেলের ট্রিপের সংখ্যা বাড়াবে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। ট্রিপ বাড়লে দুই ট্রেনের মধ্যে বিরতি কমবে অন্তত দুই মিনিট।

জানা জানায়, গত মাসে মেট্রোরেল চলাচলের সময় ও ট্রিপের সংখ্যা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আর গত ২৫ সেপ্টেম্বর শুরু হয় পরীক্ষামূলক চলাচল। আর গতকাল মঙ্গলবার এক বৈঠকে প্রথমে বাড়তি এক ঘণ্টা মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নেয় ডিএমটিসিএল। আগামী ১৫ নভেম্বরের মধ্যে শুরু হতে পারে বাড়তি ট্রিপ।

মেট্রোরেল চলাচলের সময় ও ট্রিপের সংখ্যা বাড়ানোর বিষয়ে গত মাসে সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এ লক্ষ্যে গত ২৫ সেপ্টেম্বর পরীক্ষামূলক চলাচল শুরু হয়। গতকাল মঙ্গলবার এক বৈঠকে প্রথমে বাড়তি এক ঘণ্টা মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নেয় ডিএমটিসিএল। ট্রিপ বাড়ানোর বিষয়টি চূড়ান্ত করার আগে আরও কিছুদিন পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। ১৫ নভেম্বরের মধ্যে বাড়তি ট্রিপ শুরু হতে পারে। বর্তমানে মেট্রোরেলে দৈনিক গড়ে সাড়ে চার লাখ যাত্রী চলাচল করেন। বাড়তি সময় ও ট্রিপ শুরু হলে যাত্রীসংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে। এ লক্ষ্য নিয়েই ডিএমটিসিএল প্রস্তুতি নিচ্ছে।

এখন শুক্রবার বেলা তিনটা থেকে শুরু হয় মেট্রোরেলের চলাচল। নতুন সূচিতে সময় আধঘণ্টা এগিয়ে বেলা আড়াইটায় শুরু হবে মেট্রোরেলের চলাচল। আর রাতে মেট্রোরেলের চলাচল চলাচলের সময় বাড়বে আধা ঘণ্টা।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেন, ’পর্যায়ক্রমে সেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য পর্যাপ্ত পরীক্ষা চালানো হচ্ছে। আগামী রোববার থেকে দিনে এক ঘণ্টা বাড়তি সময় মেট্রোরেল চালানোর চেষ্টা চলছে। ট্রিপ বাড়াতে আরও কিছুদিন পরীক্ষামূলক চলাচল করতে হবে। আগামী মাসের মাঝামাঝিতে ট্রিপ বাড়ানো সম্ভব হবে।’

উত্তরা থেকে মতিঝিল পথে চালানোর জন্য এখন আছে ২৪ সেট ট্রেন। প্রতি সেটে আছে ছয়টি কোচ। বর্তমানে সার্বক্ষণিক যাত্রী নিয়ে চলাচল করে ১২ সেট ট্রেন।জানা যায়, বাড়তি সময়ে চালালে ও ট্রিপের সংখ্যা বাড়ালে সার্বক্ষণিক ব্যবহার করা হবে ১৯ সেট ট্রেন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে: আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু