বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

নেভেনি মিরপুরের আগুন

বিপজ্জনক কেমিক্যালে ছড়াচ্ছে বিষাক্ত ধোঁয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:২১, ১৫ অক্টোবর ২০২৫

বিপজ্জনক কেমিক্যালে ছড়াচ্ছে বিষাক্ত ধোঁয়া

রাজধানীর মিরপুরের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন ২৪ ঘণ্টা পেরিয়েও এখনো সম্পূর্ণভাবে নেভানো যায়নি। ঘটনাস্থল থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে, বাতাসে ভাসছে তীব্র রাসায়নিকের গন্ধ। স্থানীয়দের আশঙ্কা—এই ধোঁয়া আশপাশের এলাকায় মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন,“গুদামে বিভিন্ন ধরনের কেমিক্যাল ছিল। এসব রাসায়নিক অত্যন্ত বিপদজনক এবং সহজে নিভে না। তাই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। এখনই ভেতরে ঢোকা নিরাপদ নয়। আগুন পুরোপুরি নিভে গেলে তবেই নিশ্চিত হওয়া যাবে, ভেতরে আরও কেউ আটকে আছে কি না।”

ফায়ার সার্ভিসের অন্তত ১২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে জানা গেছে। আগুন লাগার পর থেকে দমকলের সদস্যরা বিরামহীনভাবে চেষ্টা চালাচ্ছেন, তবে গুদামে থাকা দাহ্য কেমিক্যালের কারণে আগুন বারবার জ্বলে উঠছে।

এদিকে ঘটনাস্থলে গিয়ে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন,“এ কারখানা ও গুদামে বেআইনিভাবে কেমিক্যাল মজুত করা হয়েছিল। এ ঘটনায় দায়ীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। পাশাপাশি জনবহুল এলাকা থেকে এ ধরনের অবৈধ কারখানা সরিয়ে নিতে উদ্যোগ নেওয়া হবে।”

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনের তিনতলায় বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের গুদামে। আগুনে অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও লাশ থাকতে পারে। উদ্ধারকাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা জানা সম্ভব নয়।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, রাতভর কেমিক্যালের গন্ধে নিঃশ্বাস নেওয়াই কষ্টকর হয়ে পড়েছিল।

সরকারি তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও সিটি করপোরেশনের সমন্বয়ে গঠিত একটি দল আগুনের উৎস ও দায় নির্ধারণে কাজ শুরু করেছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে: আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু