মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মহিষ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ, যা দীর্ঘদিন অবহেলিত থেকেছে। তিনি বলেন, “মহিষের দই এখন বাংলাদেশের জিআই পণ্য হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। এ সম্পদকে অবহেলা নয়, বরং রক্ষা ও বিকাশে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাবে।”