বাকৃবিতে গবেষণার ১৪ ভেড়া চুরি
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ২১:৫৭, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গবেষণার প্রকল্পের জন্য বিশেষভাবে লালন-পালন করা উন্নত জাতের ১৪টি ভেড়া চুরি হয়েছে। এসব ভেড়া উন্নত জাতের দরপার ও গাড়ল প্রজাতির।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার মধ্যে মাৎস্যবিজ্ঞান অনুষদের ফটকসংলগ্ন খামার থেকে এই চুরির ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, এই ভেড়াগুলো নিয়ে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ গবেষণা চলছিল। এ গবেষণার মাধ্যমে দেশে প্রথমবার ভ্রূণ স্থানান্তরের মাধ্যমে ভেড়ার বাচ্চা উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান নিরাপত্তা কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, খামারে রাতে কোনো প্রহরী দায়িত্বে ছিলেন না। বিকেল ৫টার পর দায়িত্বরত দুজন কর্মী চলে যান। রাতে খামার সম্পূর্ণ ফাঁকা ছিল। সকালে নিরাপত্তাকর্মী এসে দেখতে পান, দরজার তালা ভাঙা এবং ভেড়াগুলো নেই। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।
গবেষণা প্রকল্পের সঙ্গে যুক্ত সার্জারি ও অবস্টেট্রিকস বিভাগের অধ্যাপক ফরিদা ইয়াসমিন বারি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই ভেড়াগুলো নিয়ে গবেষণার জন্যই আমি গোল্ড মেডেল পেয়েছিলাম। বর্তমানে তিনটি প্রজনন প্রকল্প ও দুটি গবেষণা প্রকল্প চলমান ছিল। প্রতিটি ভেড়ার ওজন ছিল ৩০ থেকে ৪০ কেজি। তালা ভেঙে ১৪টি ভেড়া নিয়ে যাওয়া হয়েছে, এখন মাত্র ২–৩টি অবশিষ্ট আছে। এটি শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, আমার ব্যক্তিগত গবেষণারও বড় ক্ষতি।"
এই গবেষক আরও জানান, ২০১১ সাল থেকে ভেড়াগুলো নিয়ে গবেষণা চলছিল। এসব ভেড়া থেকে শুক্রাণু সংগ্রহ করে শিক্ষার্থীরা ব্যবহারিক প্রশিক্ষণ নিতেন। চুরির কারণে স্নাতক থেকে শুরু করে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের গবেষণা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলো।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক আরিফুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের শনাক্ত করা হবে।