সতর্ক করলেন ভারতীয় সেনাপ্রধান
পাকিস্তান আবারও পেহেলগাম-ধাঁচের আক্রমণের চেষ্টা করতে পারে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬:০২, ১৫ অক্টোবর ২০২৫

ভারতের পশ্চিমাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার আশঙ্কা প্রকাশ করেছেন, যে পাকিস্তান আবারও কাশ্মীরের পেহেলগামের মতো সন্ত্রাসী হামলার চেষ্টা করতে পারে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এমন হামলার জবাবে ভারতের প্রতিক্রিয়া হবে আরও কঠোর ও মারাত্মক—যা তিনি আখ্যা দিয়েছেন ‘অপারেশন সিঁদুর ২.০’ নামে।
লেফটেন্যান্ট জেনারেল কাটিয়ার বলেন,“পাকিস্তানের ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধ করার ক্ষমতা নেই। তাই তারা বারবার পরোক্ষ উপায়ে ভারতকে রক্তাক্ত করার নীতি অনুসরণ করছে। আমরা প্রস্তুত—এইবার জবাব হবে আরও তীব্র।”
তিনি আরও যোগ করেন, যতদিন পাকিস্তানের মনোভাব পরিবর্তন না হবে, ততদিন তারা সীমান্তবর্তী এলাকায় এ ধরনের অপকর্ম চালিয়ে যাবে। ভারতীয় সেনাবাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত—এটিই এখন সরকারের বার্তা।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামের বৈসরন এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। পর্যটনসমৃদ্ধ এই উপত্যকা ‘মিনি সুইজ়ারল্যান্ড’ নামে পরিচিত। সেই হত্যাযজ্ঞের জবাব হিসেবেই ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে, যা দেশজুড়ে আলোচিত হয়।
সেনা কমান্ডার কাটিয়ার জানান, “পেহেলগাম হামলার পর প্রশাসন, প্রাক্তন সেনা সদস্য ও স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছি। ভবিষ্যতে এ ধরনের আক্রমণ ঠেকাতে বাহিনী সর্বদা প্রস্তুত।”
লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার বলেন, পাকিস্তান সরাসরি যুদ্ধের সাহস পায় না। তাই তারা পেহেলগামের মতো সন্ত্রাসী হামলার পথ বেছে নেয়। “আমরা জানি, তারা আবারও এমন চেষ্টা করবে—তাই আমাদের সতর্ক থাকতে হবে,” বলেন তিনি।