সোনাক্ষী সিনহা কি মা হতে চলেছেন?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮:১৮, ১৫ অক্টোবর ২০২৫

ফাইল ছবি
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা আবারও আলোচনায়। ডিজাইনার বিক্রম ফাডনিসের ৩৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ফ্যাশন শো-তে তার উপস্থিতিই যেন পুরো সোশ্যাল মিডিয়াকে সরগরম করে তুলেছে। লাল আনারকলি পোশাকে সোনাক্ষীর নতুন লুক দেখেই ভক্তদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে—তিনি নাকি মা হতে চলেছেন!
শোতে সোনাক্ষী পরেছিলেন ঐতিহ্যবাহী লাল আনারকলি স্যুট, সঙ্গে ছোট সোনার ঝুমকি, সিঁদুর আর বিন্দি—যা তাকে আরও বেশি গ্ল্যামারাস করে তুলেছে। তবে নজর কেড়েছে তার দুপাট্টা ধরা ভঙ্গি। অনেকেই বলছেন, সোনাক্ষী এমনভাবে দুপাট্টা নিয়েছেন যেন তা তার পেট ঢেকে রাখছে, আর সেখান থেকেই শুরু হয় জল্পনা—তিনি নাকি অন্তঃসত্ত্বা।
সোনাক্ষীর স্বামী জাহির ইকবাল-ও ছিলেন শোতে। তিনি পরেছিলেন ক্লাসিক কালো বাঁধগলা কুর্তা ও সাদা প্যান্ট। দু’জনকে একসঙ্গে দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল—তারা বেশ খুশি। পাপারাজ্জিদের ক্যামেরার সামনে একে অপরের হাত ধরে ‘কাপল গোলস’ ছড়ালেন এই তারকা দম্পতি।
ডিজাইনার বিক্রম ফাডনিস এই বছর ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ৩৫ বছর পূর্তি উদ্যাপন করলেন এক মহা আয়োজনের মধ্য দিয়ে। তার শোয়ের র্যাম্পে হাঁটলেন বলিউড সুপারস্টার সলমন খান—যা দীর্ঘদিন পর ভক্তদের এক বিরল মুহূর্ত উপহার দিয়েছে।
এছাড়াও উপস্থিত ছিলেন বিপাশা বসু, সুশমিতা সেন, তাপসী পান্নু, রিতেশ-জেনেলিয়া দেশমুখ, নাতাশা স্তানকোভিচ প্রমুখ।
সোনাক্ষীর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ভক্তরা নানা মন্তব্য করতে শুরু করেছেন—
“ওমেন গ্লো ডিফারেন্টলি! মা হতে চলেছেন কি?“এই গ্লোটা কিছু অন্যরকম, কনফার্ম কিছু তো শেয়ার করো সোনা!”অভিনেত্রী বা তার ঘনিষ্ঠ সূত্র থেকে অবশ্য এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।