বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

বাংলাদেশ-চীন সম্পর্কের ৫০ বছর পূর্তি উৎসব

বেইজিংয়ে দেশের শিল্পীরা গাইবেন কালজয়ী বাংলা গান

 বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৭:৪২, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:১০, ১৪ অক্টোবর ২০২৫

বেইজিংয়ে দেশের শিল্পীরা গাইবেন কালজয়ী বাংলা গান

বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার ১৪ অক্টোবর সন্ধ্যা ৬টায় চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত হচ্ছে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বাংলাদেশের সংগীত ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে মঞ্চে থাকবেন জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ইমন চৌধুরী এবং তার সংগীত দল বেঙ্গল সিম্ফনি।

অনুষ্ঠানে তারা পরিবেশন করবেন লালন সাঁই, হাসন রাজা, শাহ আব্দুল করিম ও আব্বাসউদ্দীন আহমদের কালজয়ী গান। সেই সঙ্গে উপস্থাপিত হবে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানও। পারফর্মার তালিকায় আরও আছেন তরুণ সংগীতশিল্পী অনি হাসান ও 'ডি রকস্টার'-খ্যাত শুভ।

এ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে গত সোমবার (১৩ অক্টোবর) একটি পোস্ট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, “বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল সন্ধ্যা ৬টায় চীনের বেইজিংয়ে আয়োজিত হচ্ছে এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে বাংলাদেশের সংগীত ঐশ্বর্যকে তুলে ধরতে ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনির সাথে মঞ্চে থাকছে ডি রকস্টার শুভ ও অনি হাসান।

বাংলাদেশের সংগীতের প্রবাদপ্রতিম কিংবদন্তী লালন সাঁই, হাসন রাজা, শাহ আব্দুল করিম, আব্বাসউদ্দীনের গানের সাথে সমসাময়িক রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর গান পরিবেশন করবেন শিল্পীরা। বাংলাদেশের সাংস্কৃতিক ঐশ্বর্য ছড়িয়ে পড়ুক বিশ্বব্যাপী।” 

পোস্টে উৎসবের একটি পোস্টারও পোস্ট করা হয়েছে।

এ বিষয়ে বেইজিং থেকে ইমন চৌধুরী বলেন, “বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি একটি ঐতিহাসিক উপলক্ষ। এ আয়োজনে প্রায় ৫০টি দেশের কূটনীতিকরাও উপস্থিত থাকবেন বলে আশা করছি। বাংলা গানকে আন্তর্জাতিকভাবে উপস্থাপন করার এটাই বড় সুযোগ, এবং আমরা সেটাই করতে চাই।”

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনের মূল উদ্দেশ্য বাংলাদেশের সংগীত ঐতিহ্য ও সাংস্কৃতিক বহুমাত্রিকতাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা। আয়োজকরা আশা করছেন, এই সাংস্কৃতিক সন্ধ্যা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং বিশ্বের দরবারে বাংলাদেশের সঙ্গীত ঐশ্বর্যকে নতুন করে তুলে ধরবে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
বুধবার থেকে শুরু অনলাইন জামিননামা প্রক্রিয়া
শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু