অভিনেত্রী নয়, এবার ভিন্ন পরিচয়ে তাসনিয়া ফারিণ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১:১২, ১৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:৩৯, ১৩ অক্টোবর ২০২৫

তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ টেলিভিশন, ওটিটি সিরিজ এবং প্রেক্ষাগৃহে সমান দক্ষতায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন। তবে বর্তমানে অভিনয়ে কিছুটা বিরতি নিয়ে এবার তিনি হাজির হচ্ছেন নতুন ভূমিকায়—প্রযোজক হিসেবে।
গত ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইনসাফ’ দিয়ে বড়পর্দায় সাড়া পাওয়ার পর তাসনিয়া ফারিণ নতুন কোনো অভিনয়প্রকল্পে দেখা দেননি। কিন্তু এবার তিনি নিজের ভাবনা ও সৃজনশীলতা তুলে ধরতে প্রস্তুতি নিচ্ছেন একেবারে নতুন পথে।
শনিবার ফেসবুকে একটি ছবি পোস্ট করে ফারিণ লেখেন—“আমি যদি প্রোডাকশন হাউস খুলি, তাহলে এর নাম কী হওয়া উচিত?” এই প্রশ্নের জবাবে ভক্ত-অনুরাগীরা নানা নাম প্রস্তাব করেন, আর ফারিণ সেগুলোর উত্তরে লেখেন—“অনেক চমৎকার কিছু সাজেশন দিচ্ছেন আপনারা। ধন্যবাদ।”
এক সাক্ষাৎকারে ফারিণ জানান, অনেক দিন ধরেই নিজের চিন্তাভাবনাগুলো বাস্তবায়নের জন্য একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা করছেন।
অভিনেত্রী বলেন, “বছরের শেষ দিকে আমার নিজের গাওয়া নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশের মধ্য দিয়েই যাত্রা শুরু করবে আমার প্রযোজনা প্রতিষ্ঠানটি।”
গানটির সুর ও সংগীতায়োজন করছেন ইমরান মাহমুদুল, যিনি আগেও ফারিণের সঙ্গে একাধিক প্রকল্পে কাজ করেছেন। প্রথম কাজ হিসেবে এই মিউজিক ভিডিওই হবে তার প্রযোজনা জগতে পদার্পণের আনুষ্ঠানিক ঘোষণা।
ফারিণ জানান, আপাতত সংগীতভিত্তিক কাজ দিয়েই শুরু করলেও ভবিষ্যতে নাটক, শর্টফিল্ম এবং ওয়েব কনটেন্ট প্রযোজনার পরিকল্পনা রয়েছে তার। তিনি বলেন, “আমি চাই, আমার প্রযোজনা ঘরটা এমন জায়গা হোক, যেখানে নতুন আইডিয়া ও তরুণ প্রতিভারা নিজেদের প্রকাশের সুযোগ পাবে।”