পাকিস্তানে অভিনেত্রীকে গুলি করে হত্যা
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১১:৩৯, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:৫০, ১৪ অক্টোবর ২০২৫

পাকিস্তানের পেশোয়ারে জনপ্রিয় মঞ্চ অভিনেত্রী ও নৃত্যশিল্পী মুনিবা শাহকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার গভীর রাতে রিং রোডে রিকশায় যাতায়াতের সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
পুলিশ জানিয়েছে, রিকশার ওপর একাধিক রাউন্ড গুলি ছোড়া হয়। ঘটনাস্থলেই নিহত হন মুনিবা শাহ। রিকশা চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে বুলেটের খোসাসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে। হামলার পেছনের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তৎপর অভিযান চলমান।