বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

আর বুঝি টিকল না হিরো আলম-রিয়া মনির সংসার!

 বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০০:৩৪, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:১৬, ১৫ অক্টোবর ২০২৫

আর বুঝি টিকল না হিরো আলম-রিয়া মনির সংসার!

সংসার নিয়ে আবারও হতাশ হয়ে পড়েছেন দেশের আলোচিত ও বিতর্কিত ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া তারকা আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম। রয়েছেন প্রচণ্ড মানসিক চাপে। স্ত্রী রিয়া মনি তাকে তালাক দিতে যাচ্ছেন—ফের এমন গুঞ্জনের মধ্যেই হিরো আলম জানান দিলেন, এই সংসার টিকিয়ে রাখার আর কোন আশা দেখছেন না। 

হিরো আলম বলেন, “অনেক চেষ্টা করেছি সংসারটা করতে, আর আশা নেই। এবার আর কিছু করব না। ওকে আটকাব না।”

হিরো আলম বলেন, “মানুষ আমাকে নিয়ে হাসে, ট্রল করে, কিন্তু আমার কষ্ট কেউ বোঝে না। তবে এবার নিজেকে নিয়ে ভাবব না, সন্তানদের নিয়েই ভবিষ্যৎ চিন্তা করব।”

এবার হিরো আলমকে তার স্ত্রী রিয়া মনির ছেড়ে যাওয়ার গুঞ্জন দ্বিতীয়বারের মতো শোনা যাচ্ছে। কিছুদিন আগেও একবার চলে গিয়েছিলেন তিনি। সেবার দুই দফা আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিরো আলম, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে অবশ্য স্ত্রী রিয়া মনি ফিরে আসেন।

একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে জড়ান হিরো আলম ও রিয়া মনি। রিয়ার কারণে প্রথম স্ত্রী নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন। এরপর রিয়াকে বিয়ে করে একাধিক মিউজিক ভিডিও ও ইউটিউব কনটেন্টে একসঙ্গে কাজ করেন তারা ও ব্যাপক আলোচনায় আসেন। কিন্তু চলতি বছর পালক পিতা মারা যাওয়ার সময় রিয়ার অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে হিরো আলম তাকে ‘বয়কট’ করার ঘোষণা দেন। সেখান থেকেই শুরু সম্পর্কের টানাপড়েন।

সম্প্রতি রাজধানীর আফতাবনগরে হামলার শিকার হন হিরো আলম। তাকে অনুসরণ করা কিছু ভক্ত দাবি করছেন, এই ঘটনার পেছনে রিয়া মনির হাত রয়েছে। হিরো আলম যদিও সরাসরি রিয়াকে দায়ী করেননি, তবুও ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন, ‘আমি এসব নিয়ে কিছু বলতে চাই না। মামলা হয়েছে, একজন গ্রেপ্তারও হয়েছে। তদন্তে যা আসে, দেখা যাবে।”

রিয়া মনিও এ প্রসঙ্গে সামাজিকমাধ্যম ফেসবুকে লিখেছেন, “আমার চরিত্রবান স্বামী আমাকে এমন পর্যায়ে এনেছে যে স্বামীকে কে বা কারা মেরেছে, তার দায়ভার পড়ছে আমার ওপর। এখন আপনারাই বলেন, এ রকম স্বামীর সংসার কি করা যায়?”

এই বক্তব্যে পরিষ্কার, সম্পর্কের টানাপড়েন এখন আর গোপন নেই—বরং বিচ্ছেদই হতে পারে পরবর্তী ধাপ।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
বুধবার থেকে শুরু অনলাইন জামিননামা প্রক্রিয়া
শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু