১৯ অক্টোবরের মধ্যে এনসিপিকে প্রতীক নিতে হবে: ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৩৮, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৬:৩১, ১৪ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ১৯ অক্টোবরের মধ্যে বিধিমালায় নির্ধারিত প্রতীকের তালিকা থেকে বিকল্প বাছাই করে নির্বাচন কমিশনকে (ইসি) জানাতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। অন্যথায় কমিশন নিজ বিবেচনায় তাদের প্রতীক বরাদ্দ করবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি আরও বলেছেন, বিধিমালায় ‘শাপলা’ প্রতীকের কোনো উল্লেখ না থাকায় সেটি বরাদ্দের সুযোগ নেই।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইসি সচিব।
আখতার আহমেদ বলেন, ‘যদি তারা (এনসিপি) প্রতীক না চায়, তাহলে কমিশনের বিবেচনায় আমরা প্রতীক বরাদ্দ দিয়ে দেব। এনসিপি যদি ১৯ অক্টোবরের মধ্যে নতুন প্রতীক জমা না দেয়, তাহলে কমিশন নিজেই সিদ্ধান্ত নেবে।”
তিনি আরও বলেন, ‘এনসিপির সঙ্গে আমদের দুই থেকে আড়াই ঘণ্টা আলোচনা হয়েছে। তারা আমাদের কাছে ব্যাখ্যা চেয়েছেন, আমরা তা দিয়েছি। শাপলার বিষয়ে কমিশন আগের অবস্থানেই আছে। যেহেতু নির্বাচন বিধিমালায় নেই, তাই শাপলা প্রতীক দেওয়ার সুযোগও নেই।’
প্রবাসী ভোটারদের বিষয়ে অগ্রগতি সম্পর্কে আখতার আহমেদ জানান, পুরনো ১১টি দেশের পাশাপাশি আরও চারটি দেশে ভোটার হালনাগাদ শুরু হচ্ছে। এ ছাড়া নভেম্বরের প্রথম সপ্তাহেই ভোট দেওয়ার জন্য একটি মোবাইল অ্যাপ চালুর প্রস্তুতি চলছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জামও ইতোমধ্যে কমিশনের কাছে পৌঁছে গেছে।
ইসি সচিব আরও জানান, “নতুন ১২টি রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে সচিবালয় ও মাঠপর্যায়ে অনুসন্ধান চলছে। স্থানীয় পর্যবেক্ষক নিয়েও কাজ এগোচ্ছে, সাংবাদিকরাও আমাদের সহযোগিতা করছেন।”
গণভোট বিষয়ে এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, “গণভোট হবে কি না—এ বিষয়টি নির্বাচন কমিশনে এখনো কোনোভাবে উপস্থাপন হয়নি। তাহলে প্রস্তুতি নিয়ে কী বলব?”
এর আগে এনসিপি জানিয়েছিল, তারা এককভাবে বা জোটবদ্ধভাবে ‘শাপলা’ প্রতীকে নির্বাচনে অংশ নিতে চায়। কিন্তু বিধিমালায় না থাকায় তাদের ‘শাপলা’ প্রতীক দিতে রাজি নয় ইসি।