ফাঙ্গাল সুপারবাগে আক্রান্ত ৫৬% নবজাতক ও মারা যাচ্ছে ২২%
আইসিডিডিআর,বি জানায়, ক্যান্ডিডা অরিস এমন এক ধরনের ছত্রাক যা মানুষের ত্বকে কোনো লক্ষণ প্রকাশ করা ছাড়াই অবস্থান করতে পারে এবং দীর্ঘ সময় টিকে থাকতে পারে। প্রায় ১০ শতাংশ ক্ষেত্রে এই অবস্থান থেকে সংক্রমণে পরিণত হয়। সাধারণত রক্তের মতো জীবাণুমুক্ত অংশের মাধ্যমে এটি অনুপ্রবেশ করে, যা রোগটিকে অনেক বেশি প্রাণঘাতী করে তোলে।