সিইসিকে চিঠি, আ.লীগের স্বতন্ত্র প্রার্থী নিষেধের দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:১২, ১২ নভেম্বর ২০২৫
সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদ (জিওপি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর চিঠি দিয়ে দাবি করেছে, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে দেওয়া না হোক। এ ছাড়া জাতীয় পার্টি, ১৪ দলসহ যারা ২০২৪ সালের ডামি নির্বাচনে অংশ নিয়েছিল, তাদেরকে কমিশনের সংলাপে না ডাকারও আহ্বান জানিয়েছে দলটি।
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে চিঠি প্রদান করেন জিওপির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। চিঠি দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, “আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলে তারা নির্বাচনের পরিবেশ নষ্ট করতে পারেন। তারা অরাজকতা সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করবেন।”
তিনি আরও বলেন, ২০২৪ সালের ডামি নির্বাচনে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিরা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের পদক্ষেপে জনরোষ ও অরাজকতা সৃষ্টি হতে পারে, যা নির্বাচন কমিশনের জন্য দায়বদ্ধতা তৈরি করবে।
চিঠিতে উল্লেখ করা হয়, যেহেতু আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ, স্বতন্ত্র প্রার্থী হিসেবেও তাদের অংশগ্রহণ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সাংগঠনিকভাবে সম্পর্কযুক্ত। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য অনুমোদন দেওয়া হলে তারা অর্থ ও প্রভাব ব্যবহার করে নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে।
জিওপি চিঠিতে জাতীয় পার্টি, ১৪ দলসহ ২০২৪ সালের নির্বাচনে অংশগ্রহণকারী দলেরকে কমিশনের সংলাপে অন্তর্ভুক্ত না করার অনুরোধ করেছে। রাশেদ খাঁন বলেন, “সঠিক সংলাপ হলে ভোট প্রক্রিয়া ফ্যাসিবাদমুক্ত ও সুষ্ঠু হবে। অন্যথায় জনগণ বিক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামতে পারে, যা নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করবে।”
চিঠির সমাপ্তিতে গণঅধিকার পরিষদ আশা প্রকাশ করেছে, বর্তমান নির্বাচন কমিশন দেশকে অবাধ, সুষ্ঠু ও ফ্যাসিবাদমুক্ত নির্বাচন উপহার দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করবে।
