আমরা শিক্ষিত হই, কিন্তু সুশিক্ষিত হই না: জয়পুরহাটে সেনাপ্রধান
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৬:২২, ১৪ নভেম্বর ২০২৫
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: আইএসপিআর
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, `আমরা অনেকেই শিক্ষিত হই, কিন্তু সুশিক্ষিত হই না।‘
তিনি আরও বলেন, ভালো ফল, উচ্চতর ডিগ্রি, মর্যাদাপূর্ণ পদ—এসব অর্জন করেও অনেক মানুষের মাঝে নৈতিকতার যে ঘাটতি থাকে, তা ব্যক্তিকে প্রকৃত অর্থে সুশিক্ষিত হতে দেয় না। `কেউ কেউ পিএইচডি করেন, বড় বড় দায়িত্ব পালন করেন; কিন্তু নৈতিকতার অভাবে সমাজে ইতিবাচক প্রভাব রাখতে পারেন না’— মন্তব্য সেনাপ্রধানের।
শুক্রবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, `আমাদের পড়াশোনা, আমাদের বেতন—সবই দেশের মানুষের টাকায়। তাই তাদের জন্য কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব।‘
ক্যাডেটদের উদ্দেশে তিনি আরও বলেন, দেশের ভবিষ্যত নেতৃত্ব হিসেবে তাদের মানবিকতা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। `দেশের যেসব মানুষ কর দিয়ে রাষ্ট্র চালায়, তাদেরই সেবা করা আমাদের প্রথম কাজ।‘
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী,পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব,কলেজ অধ্যক্ষ আরিফুল, সেনাপ্রধানের স্ত্রী কমলিকা জামান,প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা ও বিভিন্ন স্তরের সেনা কর্মকর্তা ও কলেজের শিক্ষক-কর্মকর্তারা।
তিন দিনব্যাপী এই পুনর্মিলনীতে সাবেক ক্যাডেটদের মিলনমেলা, সাংস্কৃতিক আয়োজন, আলোচনা সভা এবং স্মৃতিমূলক বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
