সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি — নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৩০, ১৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ০১:১৯, ১৫ নভেম্বর ২০২৫
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেছেন, সরকার জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিলেও এর দায়-দায়িত্ব নিতে চায়নি। তার ভাষায়, “সরকার দরদ দেখিয়েছে কিন্তু কোনো দায় দেখায়নি।”
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে রাজধানীতে দলের অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
নাসীরুদ্দীন বলেন, জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করলেও সেখানে নোট অব ডিসেন্ট ছিল। আইনি ভিত্তি দেওয়ার দাবিটি তাদের দলই প্রথম তোলে। পরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার পর সরকার সেই ভিত্তি দেয়। “সরকার দরদ দেখিয়েছে কিন্তু দায়িত্ব দেখায়নি”— মন্তব্য তার।
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোকে “এক চামচ করে ভাগ” দিলেও জনগণের অংশ খালি রেখে দিয়েছে সরকার। তাঁর মতে, গণঅভ্যুত্থানের পর ’৭২-এর ফ্যাসিবাদী কাঠামো বদলে জনমুখী সাংবিধানিক কাঠামো আনার সুযোগ হাতছাড়া হয়েছে।
ড্রাফট না দেখিয়ে সরকারের পক্ষ থেকে আদেশ জারি করাকে “জনবিরোধী” উল্লেখ করে তিনি বলেন, ড্রাফটকারী ব্যক্তির মনে জনগণের স্বার্থ থাকলে এমন নকশা তৈরি হতো না।
বিএনপির আচরণ নিয়েও সমালোচনা করেন নাসীরুদ্দীন। তিনি বলেন, সংস্কার কমিশনে যেখানে অধিকাংশ দল একমত ছিল, সেখানে বিএনপি ভেটো দিয়ে “গুন্ডামি” করেছে। তা সত্ত্বেও জাতীয় স্বার্থে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে এনসিপি।
তিনি দাবি করেন, জুলাই সনদের আইনি ভিত্তি পাওয়া গেলেও নৈতিক ভিত্তি পাওয়া যায়নি। যে ব্যক্তি সনদ কার্যকর করার দায়িত্বপ্রাপ্ত, তিনি অতীতে জনগণের ওপর গুলি চালিয়েছিলেন—এ অভিযোগও তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেনসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
