আসিফ আকবরের ‘ফুটবল বিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২২:২৯, ১৪ নভেম্বর ২০২৫
বিসিবি পরিচালক আসিফ আকবরের ফুটবল বিদ্বেষী ও কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ছবি: সংগৃহীত
বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) পরিচালক আসিফ আকবরের ফুটবল বিদ্বেষী ও কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম চত্বরে চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমিতির নেতৃবৃন্দ জানান, বিসিবি পরিচালক আসিফ আকবর সাম্প্রতিক এক বক্তব্যে ফুটবলকে ছোট করে দেখা, বিভেদ সৃষ্টিকারী মন্তব্য করা এবং মাঠ ব্যবহার নিয়ে বিভ্রান্তিকর তথ্য তুলে ধরেছেন। যা দেশের জনপ্রিয় খেলা ফুটবল ও ফুটবল খেলোয়াড়দের সম্মানহানিকর।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন—“বাংলাদেশের দুই জনপ্রিয় খেলাকে একে অপরের প্রতিদ্বন্দ্বী বানানোর চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিসিবির একজন দায়িত্বশীল পরিচালক হিসেবে আসিফ আকবরের এমন বক্তব্য ক্রীড়া অঙ্গনে বিভাজন সৃষ্টি করবে।”বক্তারা তার বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।
মোঃ রফিক আহম্মদ, আসকর বাবু, কিশোর দত্ত মানু, কাজী মিজানুর রহমান মিজান, অঞ্জন চক্রবর্তী, তবদিল হোসেন আবুল, নজরুল বাবু, ফারুক খান, হায়দার কবির প্রিন্স, একরাম আবছার, আব্দুল হান্নান মিরন, মোঃ ইয়াকুব, মোঃ আমজাদ, মোঃ শরীফ টুটুল, চেনামং রাখাইন, মোঃ জহীর উদ্দিন, মোঃ রাশেদ, মোঃ ইব্রাহীম, বশর, ফরিদ, সাইফুল, জাহানগীর বড় ও জাহানগীর ছোটসহ বিভিন্ন ফুটবল একাডেমির খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাবৃন্দ।
বক্তারা আরও বলেন—“বাংলাদেশ ফুটবল তার ঐতিহ্য, আবেগ ও মানুষের ভালোবাসায় বেঁচে আছে। এ খেলার প্রতি বিদ্বেষপূর্ণ মন্তব্য ক্রীড়াঙ্গনের জন্য অশুভ সংকেত।”
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনা না করলে সামনে বৃহত্তর আন্দোলন ঘোষণা করা হবে।
