শয্যাশায়ী ধর্মেন্দ্রর ভিডিও ফাঁস
তীব্র ক্ষোভে অমিতাভ–জয়া বচ্চন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮:৪৩, ১৪ নভেম্বর ২০২৫
বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন এবং অভিনেত্রী জয়া বচ্চন। ছবি: সংগৃহীত
বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে আইসিইউতে শয্যাশায়ী অবস্থায় দেখানো একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তুমুল বিতর্ক শুরু হয়েছে। হাসপাতালের সংবেদনশীল মুহূর্ত যেভাবে প্রকাশ্যে এসেছে, তাতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন তার দীর্ঘদিনের সহকর্মী অমিতাভ বচ্চন এবং অভিনেত্রী জয়া বচ্চন।
সম্প্রতি অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন ধর্মেন্দ্র। তার পরিচর্যায় ছিলেন পরিবারের সদস্যরা। এমন সময় আইসিইউয়ের ভেতরে রেকর্ড করা একটি ভিডিও—যেখানে অভিনেতাকে শয্যাশায়ী অবস্থায় দেখা যায়, আর পরিবারের কয়েকজনকে দেখা যায় কাঁদতে—সেটি অজ্ঞাত পরিচয়ের কেউ ছড়িয়ে দেয় সামাজিক মাধ্যমে।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচর্যাকারীর মাধ্যমেই ভিডিওটি ফাঁস হয়েছে বলে তাদের সন্দেহ। এ নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।
ঘটনার পর সামাজিক মাধ্যমে পরোক্ষভাবে ক্ষোভ প্রকাশ করেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তিনি লিখেছেন—
“কোনো নীতিবোধ নেই। এদের মধ্যে আচার-ব্যবহার ও মূল্যবোধ বলে কিছু নেই।”
যদিও তিনি সরাসরি ধর্মেন্দ্র বা ভিডিওফাঁস প্রসঙ্গ উল্লেখ করেননি, তবু অনুরাগীরা নিশ্চিত—এই মন্তব্য বন্ধু ধর্মেন্দ্রকে ঘিরেই।
বৃহস্পতিবার রাতে কন্যা শ্বেতা বচ্চনকে নিয়ে একটি অনুষ্ঠানে গেলে ফটোসাংবাদিকদের আচরণে প্রচণ্ড বিরক্ত হন জয়া বচ্চন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন— “চুপ করো। মুখ বন্ধ রাখো। ছবি তোলো, ব্যস! অসভ্যতা কোরো না।”
নেটিজেনরা মনে করছেন—ধর্মেন্দ্রকে ঘিরে চলমান বিতর্কই তার রাগের প্রধান কারণ।
১১ নভেম্বর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ধর্মেন্দ্রের মৃত্যুসংবাদ, যা পরে তার পরিবার মিথ্যা বলে জানায়। বুধবার তিনি বাড়িতে ফিরলেও আইসিইউ ভিডিও ফাঁসের ঘটনায় আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছেন অভিনেতা।
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট পরিচর্যাকারীকে শনাক্ত করতে তদন্ত চলছে এবং এ ধরনের সংবেদনশীল ভিডিও কীভাবে বের হলো তা খতিয়ে দেখা হচ্ছে। বলিউডের সিনিয়র শিল্পীদের মতে—হাসপাতালের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় এটি বড় ধরনের ব্যর্থতা।
