হাসিনার রায় ঘোষণায় বিশৃঙ্খলা হলে দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর—আমির খসরু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৮:৩৯, ১৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৪১, ১৪ নভেম্বর ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহিত
আসন্ন ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। এ পরিস্থিতিতে রায়ের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে তা নিয়ন্ত্রণের দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় ‘মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট’ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিশৃঙ্খলা ঠেকানো কোনো রাজনৈতিক দলের কাজ নয়। দেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আছে—তারাই এর দায়িত্ব পালন করবে। আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে।’
সাংবাদিকরা যখন প্রশ্ন করেন—রায় ঘোষণার দিন সম্ভাব্য উত্তেজনা বা অনিয়ম হলে কী হবে—তখন আমির খসরু স্পষ্টভাবে বলেন, ‘রায় দেবে আদালত। বিচার বিভাগের ওপর আমাদের আস্থা আছে। আমরা সবসময় একটি নিরপেক্ষ বিচার বিভাগ চেয়েছি। আশা করি এখন দেশে নিরপেক্ষ বিচারব্যবস্থা গড়ে উঠেছে এবং ভবিষ্যতে এটি আরও প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী হবে।’
তিনি আরও যোগ করেন, ‘দেশ এখন গণতন্ত্রায়ন ও নির্বাচনের দিকে এগোচ্ছে। রাজনৈতিক ট্রানজিশনের এই সময়টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি—এখন দায়িত্ব বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর।’
জুলাই অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও রায়কে কেন্দ্র করে দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে, পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।
