এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:১৭, ১৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:২১, ১৫ নভেম্বর ২০২৫
ডেঙ্গৃু। ফাইল ছবি
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (এক দিনে) নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯২ জন রোগী।
শনিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত এক দিনে নতুন ভর্তি হওয়া ৭৯২ জনের মধ্যে—বরিশাল বিভাগে: ১২৫, চট্টগ্রাম বিভাগে: ১৩৬, ঢাকা বিভাগে (সিটি ছাড়া): ১০৭, ঢাকা উত্তর সিটি: ২২৬, ঢাকা দক্ষিণ সিটি: ১২১, ময়মনসিংহ বিভাগে (সিটি ছাড়া): ৬০, সিলেট বিভাগে (সিটি ছাড়া): ২
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৭৮৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৮০ হাজার ২৪৩ জন।
এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ৮৩ হাজার ৮৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মোট ৩৩১ জনের মৃত্যু হয়েছে।
