নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:১৪, ১৪ নভেম্বর ২০২৫
নানা আয়োজনের মধ্য দিয়ে দেশজুড়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন। ছবি: সংগৃহীত
নানা আয়োজনের মধ্য দিয়ে দেশজুড়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। দিবসটি পালনে দুই দিনের কর্মসূচি নিয়েছে সংস্থাটি।
২০০৭ সাল থেকে দিবসটি জাতিসংঘ দিবস হিসেবে পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য: ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’।
এ উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। এ ছাড়া স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও সমাজকল্যান উপদেষ্টা শারমীন এস মুরশিদও বাণী দিয়েছেন।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সারা দেশে ডায়াবেটিস সম্পর্কিত সচেতনতামূলক পোস্টার, লিফলেট, স্টিকার বিতরণ ছাড়াও রাজধানীতে সকাল সাড়ে ৮ টায় রোড শো (প্লাকার্ড হাতে সড়কের একপাশে দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি) পালন করেছে সমিতি।
কর্মসূচিতে বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. মির্জা মাহবুবুল হাসান, বারডেম একাডেমির পরিচালক আধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, ডেন্টাল সার্জারি বিভাগের ‘ভিজিটিং প্রফেসর’ অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সচিব মুহম্মদ আবু তাহের খানসহ সমিতির বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।
এছাড়া বারডেম আউটডোরে সকাল ৮টা থেকে রক্তদান কর্মসূচি শুরু
হয়েছে। রাত ৮টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
আগামীকাল শনিবার (১৫ নভেম্বর) সকাল ৮-১১টা পর্যন্ত রাজধানীর শাহবাগের বারডেম এবং এনএইচএন ও বিআইএইচএসএর আওতাধীন বিভিন্ন কেন্দ্রে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হবে।
শনিবার সকাল ১০টায় বারডেম মিলনায়তনে অনুষ্ঠিত হবে রোগী ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব।
এরপর দুপুর সাড়ে ১২টায় বারডেম মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস)-এর ইমেরিটাস অধ্যাপক ডা. হাজেরা মাহতাব। মূল বক্তব্য উপস্থাপন করবেন বারডেম একাডেমির পরিচালক অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান। সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠেয় আলোচনাসভায় সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. মির্জা মাহবুবুল হাসান প্রমুখ বক্তব্য রাখবেন।
এছাড়া সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে হ্রাসকৃত মূল্যে হার্ট ক্যাম্প করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে রোগীরা হৃাসকৃত মূল্যে নিবন্ধন, চিকিৎসা পরামর্শ ও ওষুধ ছাড়াও ১৫ শতাংশ কমিশনে হাসপাতালের অন্যান্য পরীক্ষা করাতে পারবেন।
এছাড়া ২১ নভেম্বর শুক্রবার সকাল নটায় চারুকলা ইনস্টিটিউটে শিশু চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশ নেবে বলে আশা করা যাচ্ছে।
দিবসটি উপলক্ষে এবার বেশ কয়েকটি সচেতনতামূলক ভিডিও ডকুমেন্টারি নির্মাণ করা হয়েছে। তথ্যবহুল ও সচেতনতামূলক এসব ভিডিও সারা দেশের বিভিন্ন ডায়াবেটিসকেন্দ্র ছাড়াও ইউটিউব ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
এ ছাড়াও, সমিতির নিজস্ব প্রকাশনা ‘কান্তি’ ও ‘ডায়াবেটিস নিউজলেটার’-এর বিশেষ সংখ্যা, বিভিন্ন সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়।
সারা দেশে অবস্থিত অধিভুক্ত সমিতিগুলিও এউপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সমিতির বিভিন্ন প্রতিষ্ঠান যেমন- এনএইচএন, বিআইএইচএস, ইব্রাহিম মেডিকেল কলেজ এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল দিবসটি উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।
