আকাশ ঘোষ হত্যায় প্রধান অভিযুক্তসহ ৩ জন গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৩:৩৮, ১৫ নভেম্বর ২০২৫
ছবি:সমাজকাল
চট্টগ্রাম মহানগরীর এনায়েতবাজার এলাকায় মোবাইল ব্যবসায়ী আকাশ ঘোষকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. সানি ও তার দুই সহযোগী মো. ইউসুফ এবং শাকিল আলম ফয়সালকে মাত্র ১৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। নৃশংস এই হত্যাকাণ্ড পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
গত ১৪ নভেম্বর দিবাগত রাত ১টায় কোতোয়ালী থানাধীন এনায়েতবাজার এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে আকাশ ঘোষ (২৬)-কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই র্যাব-৭ হত্যার রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা নজরদারি বাড়ায়।
ক্রমিক অভিযান চালিয়ে র্যাব-৭ প্রথমে চন্দনাইশের রৌশনহাট এলাকা থেকে হত্যার মূলহোতা মো. সানি (২৪)-কে গ্রেফতার করে। পরে সানির দেওয়া তথ্যে পৃথক আরেকটি অভিযানে কোতোয়ালী থানাধীন রেয়াজউদ্দিন রোড চৈতন্য গলি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়—মো. ইউছুফ (৩৫), শাকিল আলম ফয়সাল (২৬) ও তিনজনই চট্টগ্রামের এনায়েতবাজার ও নন্দনকানন এলাকার বাসিন্দা।

র্যাব সূত্র জানায়, নিহত আকাশ ঘোষ গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা এবং পেশায় একজন মোবাইল মেকানিক। প্রায় এক মাস আগে অভিযুক্ত সানি তার মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করান এবং আকাশকে মোট ১৫০০ টাকা পরিশোধ করতে হয়। আংশিক টাকা দিলেও বাকিটা পরিশোধ করছিল না সানি।
১৪ নভেম্বর রাতে বাকির টাকা দিতে চাপ দিলে সানি আকাশকে কৌশলে কসাইপাড়া এলাকার একটি গলিতে ডেকে নেয়। সেখানে সানি ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে পালিয়ে যায়।
গ্রেফতার তিন অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব-৭।
