উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ২৩:৪৬, ১৫ নভেম্বর ২০২৫
ছবি: সমাজকাল
কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। শনিবার ভোররাতে পালংখালী ইউনিয়নের ঘোনার পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ও উপপরিদর্শক আব্দুল্লাহ আজাদ।
গ্রেফতার যুবক নুরুল বশর (২২) পালংখালী ইউনিয়নের ঘোনার পাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে নুরুল বশরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
উখিয়া থানার ওসি জিয়াউল হক সমাজকালকে বলেন, “মাদকবিরোধী এই অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। উখিয়া এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”
পুলিশ সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
উখিয়া-টেকনাফকে ‘মাদক প্রবেশের প্রধান রুট’ হিসেবে উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় নজরদারি আগেও আলোচনায় ছিল। সাম্প্রতিক সময়ে অভিযান জোরদার করায় ইয়াবাসহ একাধিক চক্র ধরা পড়ছে—পুলিশ এমনই দাবি করছে।
