বিশ্বের নানা প্রান্ত ঘুরে দেখা তার নেশা, আর সেই নেশাই তাকে পৌঁছে দিয়েছে অনন্য এক উচ্চতায়। বাংলাদেশের পরিব্রাজক নাজমুন নাহার স্পর্শ করলেন জীবনের আরেকটি মাইলফলক—তিনি ঘুরে এলেন ১৮০তম দেশ। সর্বশেষ তিনি সফর করেছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ তিমুর-লেস্তে, যা বিশ্বের অন্যতম নবীন স্বাধীন রাষ্ট্র।