বিমান ভ্রমণ যতই রোমাঞ্চকর শোনাক না কেন, অনেক সময় পুরো যাত্রাপথটাই গন্তব্যে পৌঁছানোর আগেই ক্লান্ত করে তোলে। তবে যাত্রার আরাম ও সৌন্দর্য নির্ভর করে কেবল সেবাদানকারী প্রতিষ্ঠানের ওপর নয়, যাত্রীদের আচরণের ওপরও। তাই শিষ্টাচার ভঙ্গ না করে কীভাবে আকাশযাত্রাকে সবার জন্য স্বস্তিদায়ক করা যায়—সে বিষয়ে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ফ্লাইট অ্যাটেনডেন্টদের দেওয়া কিছু পরামর্শ নিচে তুলে ধরা হলো।