১৮০তম দেশ ভ্রমণে বাংলাদেশের নাজমুন নাহার
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৫:৫৭, ২৩ আগস্ট ২০২৫

বিশ্বের নানা প্রান্ত ঘুরে দেখা তার নেশা, আর সেই নেশাই তাকে পৌঁছে দিয়েছে অনন্য এক উচ্চতায়। বাংলাদেশের পরিব্রাজক নাজমুন নাহার স্পর্শ করলেন জীবনের আরেকটি মাইলফলক—তিনি ঘুরে এলেন ১৮০তম দেশ। সর্বশেষ তিনি সফর করেছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ তিমুর-লেস্তে, যা বিশ্বের অন্যতম নবীন স্বাধীন রাষ্ট্র।
লাল-সবুজ পতাকা নিয়ে পাহাড়চূড়ায়
নিজের ফেসবুক পোস্টে নাজমুন জানান, তিনি তিমুর-লেস্তের রাজধানী দিলি শহরের সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়ে দিয়েছেন। তার ডানদিকে ছিল অস্ট্রেলিয়া মহাদেশ, বামদিকে ইন্দোনেশিয়া আর সামনে ছিল অসীম নীল সাগর। সূর্যাস্তের আলোয় পাহাড়ের গায়ে দাঁড়িয়ে তিনি লিখেছেন,
“প্রকৃতি যেন হাত ধরে আমাকে অভিবাদন জানাল। ঢেউ আছড়ে পড়ছে পাথরে, বাতাসের ছন্দে ক্লান্ত শরীর জেগে উঠল নতুন করে।”
ভ্রমণ নয়, সংগ্রামের গল্প
নাজমুনের কাছে প্রতিটি দেশ ভ্রমণ যেন একেকটি যুদ্ধক্ষেত্র—যেখানে বিজয় মানে স্বপ্নপূরণ। তিনি লিখেছেন,
“আমার ভ্রমণ শুধু ঘোরাঘুরি নয়, বরং শেখা, জানা এবং নিজেকে সমৃদ্ধ করা। প্রতিটি পদক্ষেপ এসেছে অগণিত ত্যাগ, সংগ্রাম আর দৃঢ় প্রত্যয়ের বিনিময়ে।”
তিমুর-লেস্তের সংগ্রাম আর নাজমুনের অনুপ্রেরণা
তিমুর-লেস্তে শতাব্দীর পর শতাব্দী ঔপনিবেশিক শাসন আর দীর্ঘ ২৪ বছরের ইন্দোনেশীয় দখলদারিত্ব সহ্য করে অবশেষে ২০০২ সালের ২০ মে স্বাধীনতা লাভ করে। নাজমুন লিখেছেন,
“এই দেশের প্রতিটি ইট, প্রতিটি রাস্তা, প্রতিটি মানুষের হাসির আড়ালে লুকিয়ে আছে ত্যাগ আর সংগ্রামের ইতিহাস। তাদের সাহস আর অবিচলতা আমাকে গভীরভাবে ছুঁয়ে গেল।”
লাল-সবুজের গৌরব বহন
বাংলাদেশের পতাকা হাতে দাঁড়িয়ে নাজমুন বললেন,
“আমি গর্বিত যে ১৮ কোটি মানুষের পতাকা নিয়ে ১৮০তম দেশে পৌঁছাতে পেরেছি। আমার নিজের সংগ্রাম আর এই দেশের সংগ্রাম কোথাও যেন একাকার হয়ে গেছে।”
ভ্রমণ মানেই স্বপ্নপূরণ
তিমুর-লেস্তের পাহাড়, সমুদ্র আর ইতিহাস নাজমুনের স্বপ্নকে আরও গভীর করেছে। তিনি লিখেছেন,
“ভ্রমণের প্রতিটি কষ্ট আমার কাছে বিজয়ের হাসি হয়ে ওঠে। প্রকৃতির বুকে দাঁড়িয়ে আমি অনুভব করি—আমি সত্যিই স্বপ্নকে ছুঁয়ে ফেলেছি।”
বাংলাদেশের কন্যা নাজমুন নাহার আবারও ইতিহাস গড়লেন। ভ্রমণ তার কাছে কেবল রোমাঞ্চ নয়—এটি সংগ্রাম, সাহস এবং জাতীয় পতাকাকে বিশ্বের সর্বত্র ছড়িয়ে দেওয়ার এক মহৎ প্রয়াস। ১৮০ দেশের ভ্রমণপথে নাজমুন হয়ে উঠেছেন বাংলাদেশের এক অদম্য দূত, যিনি লাল-সবুজকে বিশ্বমঞ্চে নতুন করে উজ্জ্বল করেছেন।