শেনজেন অঞ্চলে প্রবেশে নতুন ডিজিটাল সিস্টেম
ভ্রমণকারীদের সতর্ক করল সংযুক্ত আরব আমিরাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:৫০, ১১ অক্টোবর ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউরোপ সফরে যাওয়া ভ্রমণকারীদের নতুন এক নির্দেশনা দিয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের (ইউ) নতুন শেনজেন এন্ট্রি -এক্সিট সিস্টেম , যা প্রচলিত পাসপোর্টে সিলমোহর দেওয়ার পদ্ধতির পরিবর্তে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় ভ্রমণকারীর তথ্য সংরক্ষণ করবে।
কীভাবে কাজ করবে নতুন ব্যবস্থা
এই ডিজিটাল সিস্টেমের আওতায় প্রতিটি যাত্রীর—
নাম,
ভ্রমণ নথির ধরন,
বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ ও মুখের ছবি),
এবং প্রবেশ ও প্রস্থানের তারিখ ও স্থান
স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে।
শেনজেন অঞ্চলে ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিনের জন্য যে সকল অ-ইউরোপীয় ভ্রমণকারী স্বল্প মেয়াদি সফরে যান, তাদের ওপরই এই নিয়ম প্রযোজ্য হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো ভ্রমণকারী প্রথমবার ইউরোপে প্রবেশ করলে তার পাসপোর্টের তথ্য ও বায়োমেট্রিক ডেটা তিন বছরের জন্য সংরক্ষিত থাকবে। পরে শুধুমাত্র তথ্য পরিবর্তন বা ভুল পাওয়া গেলে তা হালনাগাদ করতে হবে।
সংযুক্ত আরব আমিরাত আশ্বস্ত করেছে যে, এই তথ্যগুলো ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষা নীতিমালা অনুসারে সংরক্ষণ করা হবে। এছাড়া কূটনৈতিক পাসপোর্টধারীরা এই প্রক্রিয়া থেকে অব্যাহতি পাবেন।
ভ্রমণকারীদের জন্য বার্তা
আমিরাত সরকার ইউরোপগামী নাগরিক ও বাসিন্দাদের পরামর্শ দিয়েছে, সফরের আগে নতুন সিস্টেম সম্পর্কে বিস্তারিত জেনে নিতে এবং সময়মতো বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পন্ন করতে। এই উদ্যোগ ভ্রমণ প্রক্রিয়া আরও নিরাপদ ও আধুনিক করবে বলে ইউরোপীয় ইউনিয়নের আশা। সূত্র: খালিজ টাইমস