শরতের কাশফুলের দোলা বলে দেয় মা ত্রিনয়নী
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ২৩:১২, ২০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২৩:৩৩, ২০ সেপ্টেম্বর ২০২৫

সাতকাহনের পূজার কাহন...
শরতের কাশফুলের দোলা বলে দেয় মা ত্রিনয়নী ধরাধামে আসছে। শরতের স্নিগ্ধতা জানান দেয় মা দুর্গার আগমনী বার্তা।
দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির ট্রেন্ডি ডিজাইন
ফ্যাশন ব্র্যান্ড ‘সাতকাহন’ এবারের দুর্গাপূজায় পোশাকে নিয়ে এসেছে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির ট্রেন্ডি ডিজাইনের মিশেল। এ প্রসঙ্গে কর্ণধার ও প্রধান ডিজাইনার নূরুন্নাহার নীলা জানান, "পোশাকে অনন্য মাত্রা যোগ করতে এবারের থিম হিসেবে বেছে নিয়েছি মাধুবানী আর্ট। আর প্যাটার্ন ও মোটিফ ফুটিয়ে তোলা হয়েছে দূর্গা, রাধাকৃষ্ণ, ফ্লোরাল প্যাটার্ন, মাধুবানীআর্ট।"
বাহারি ডিজাইন ও রঙ
ডিজাইনের ক্ষেত্রে উৎসব, ঋতু, সময়, ক্রেতার বয়স ও ক্রয় ক্ষমতাকে প্রাধান্য দিয়ে ব্যবহার করা হয়েছে চান্দেরী সিল্ক, সিল্ক, হাফসিল্ক, সুতি ইত্যাদি আরামদায়ক কাপড়। থিমের সঙ্গে মিল রেখে ডিজাইন, পোশাকের প্যাটার্ন ও মোটিফকে ফোটাতে রঙ হিসেবে ব্যবহার করা হয়েছে সাদা, লাল, কমলা, রয়্যাল ব্লু সহ বিভিন্ন ধরনের রঙ।
পোশাক বৈচিত্র্য
এবারের পূজার আয়োজনে নারীদের জন্য থাকছে কুর্তি, থ্রিপিস, সিঙ্গেল পিস এবং শাড়ি। আর পুরুষদের জন্য থাকছে বাহারি ডিজাইনের পাঞ্জাবি।
ঢাকায় তিনটি আউটলেট
শোরুম ১ : ২য় তলা, ৫৬, গরীবে নেওয়াজ এভিনিউ, সেক্টর-১৩, উত্তরা।
শোরুম ২ : আলামিন সেন্টার (গ্রাউন্ড ফ্লোর), হাউজ : ৪০, সোনারগাঁও জনপদ রোড, সেক্টর ১১, উওরা, ঢাকা : :
শো রুম ৩ : শপ-৬৬, লেভেল-৪, ব্লক-ডি, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স।