শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

| ১ অগ্রাহায়ণ ১৪৩২

মস্কো ফ্যাশন উইক ২০২৫

আগামীর বিশ্ব ফ্যাশনের একঝলক রাশিয়ার র‌্যাম্প শোতে

রাজীব শাঁখারী

প্রকাশ: ২১:০৪, ১৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ২১:১১, ১৩ নভেম্বর ২০২৫

আগামীর বিশ্ব ফ্যাশনের একঝলক রাশিয়ার র‌্যাম্প শোতে

মস্কো ফ্যাশন উইক ২০২৫। ছবি: ইনস্টাগ্রাম

রাশিয়ার মস্কোর জারইয়াদিয়া পার্কে বসেছিল মস্কো ফ্যাশন উইক ২০২৫-এর আসর। ২৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর ৬ দিন ধরে চলে এই আন্তর্জাতিক ফ্যাশন শো। শোয়ে অংশ নেয় রাশিয়ার মস্কো, সেন্ট পিটার্সবার্গ, কাজান, ইয়াকুতস্ক, আর্মেনিয়া, নিকারাগুয়া, ব্রাজিল, চীন ও ভারতের ডিজাইনাররা। ছয় দিনের এই ফ্যাশন মেলায় শহরটি রূপ নিয়েছিল নন্দননগরীতে। পার্কিং গ্যালারির আর্ট স্পেস, ভাসমান সেতুর ওপর স্বচ্ছ আকাশ, ঐতিহাসিক কিতাইগারোদস্কাম, পুশকিন স্টেট মিউজিয়াম, লিও তলস্তয় স্টেট মিউজিয়াম, বলোতনাইয়া স্কয়ার—এসব স্থানই ফ্যাশনের ছন্দে মেতে উঠেছিল।

মস্কো ফ্যাশন উইক ২০২৫। ছবি: ইনস্টাগ্রাম

ঐতিহ্য, প্রযুক্তি ও সৃষ্টিশীলতা মিশেলে তৈরি করা হয়েছে পোশাকের নতুন নকশা। এই শোর সঙ্গেই ২৮ থেকে ৩০ আগস্ট অনুষ্ঠিত হয়েছে ব্রিকস‍+ ফ্যাশন সামিট। বিশ্বের উদ্ভাবনী ডিজাইনার, উদ্যোক্তা ও নীতিনির্ধারকেরা মিলিত হয়েছিলেন সেখানে। তাদের আলোচনায় তুলে ধরা হয় ভবিষ্যৎ ফ্যাশনের রুপরেখা। এ বছরের ফ্যাশন উইকের একটি বিশেষ আকর্ষণ ছিল, রাশিয়ার সমৃদ্ধ আঞ্চলিক ঐতিহ্য ‘ওয়াইল্ডবেরিজ প্রদর্শনী উদ্‌যাপন’। এই কিউরেটেড প্রদর্শনীতে ছয়জন রুশ ডিজাইনার অংশ নেন, যাঁরা তাঁদের আঞ্চলিক সাংস্কৃতিক ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে পোশাকের ডিজাইন করেন।

মস্কো ফ্যাশন উইক ২০২৫। ছবি: ইনস্টাগ্রাম

এর বাইরে মস্কো ফ্যাশন উইকে যে কজন ডিজাইনার প্রশংসা পেয়েছেন, তার মধ্যে মান্দ্রাগর এআইয়ের সংগ্রহ অন্যতম। ভাসমান সেতুর ওপর গড়ে উঠেছিল এক মায়াবী বন। সেন্ট পিটার্সবার্গের লস্ট জিনোম, মস্কোর ক্যাটিস কিডস, গুয়াতেমালার মারিয়ান্দ্রে গাইটান লস্ট, দ্য নয়ার কোলেকটিভ ফ্যাশনের র‍্যাম্পে যোগ করেছে ভিন্ন মাত্রা। পিটার্সবার্গের জিনোম লিলি ফুলের পবিত্রতায় খুঁজেছে শক্তি ও জ্ঞান। যুক্তরাষ্ট্রের পিয়া লিন্ডসে স্টুডিও উপস্থাপন করেছে নারীর আত্মবিশ্বাসের নিখাদ বন্দনা।

মস্কো ফ্যাশন উইক ২০২৫। ছবি: ইনস্টাগ্রাম

মস্কোর সোরোকা অন কোর্স সংগ্রহ উপস্থাপন করেছিল পুশকিন স্টেট মিউজিয়ামের ঐতিহাসিক প্রাঙ্গণে। স্থানটির প্রতীকী অর্থ ছিল গভীর। কস্টিউম ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানানো এই সংগ্রহের পোশাকগুলো অতীতের সঙ্গে ভবিষ্যতের একটি সংলাপ তুলে ধরেছিল। 

পোশাকের প্রতিটি ধাপ, প্রতিটি ড্রেপ যেন বলছিল রুশ শিল্প-ঐতিহ্যের নীরব কাব্য। লিও তলস্তয় স্টেট মিউজিয়ামের শান্ত পরিবেশে মস্কোর রুবান ব্র্যান্ড উপস্থাপন করল তাদের স্প্রিং-সামার ২০২৬ সংগ্রহ। তলস্তয়ের দর্শন, প্রকৃতির প্রতি গভীর প্রেম এবং মানবিক সরলতার অনুপ্রেরণায় এই সংগ্রহ ছিল আত্মমগ্ন, অথচ সমসাময়িক।

মস্কো ফ্যাশন উইক ২০২৫। ছবি: ইনস্টাগ্রাম

মস্কো ফ্যাশন উইক ২০২৫ প্রমাণ করল, ফ্যাশন এখন কেবল পোশাক নয়, এখানে ঐতিহ্য মিশে যায় প্রযুক্তির সঙ্গে আর ভবিষ্যতের ছায়া পড়ে রেশমের পরতে পরতে। এভাবেই আলো, ইতিহাস আর কল্পনার এক বৃত্ত সম্পূর্ণ করে সমাপ্ত হলো মস্কো ফ্যাশন উইক। ফ্যাশন এখানে শুধু ট্রেন্ড নয়; এটি উত্তরাধিকার, এটি সময়ের সঙ্গে তাল মিলিয়ে এক অনন্ত পথচলা।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

চাঁপাইনবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল
আসিফ আকবরের ‘ফুটবল বিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
বিশ্বমঞ্চের লাইমলাইট চুরি করেছেন ঐশ্বরিয়া রাই একাই…
তারেক রহমান ক্ষমতায় এলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হবে
সীতাকুণ্ডে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করল র‌্যাব-৭
আমরা ইউনূসের সনদ রিজেক্ট করেছি। আমরা জনতার সনদ তৈরি করব : সেলিম
রাজধানীতে নাশকতার প্রস্তুতি, নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি’ — নাসীরুদ্দীন পাটওয়ারী
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ৪ সপ্তাহ
জেনেভা ক্যাম্পে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করল পাকিস্তান
শয্যাশায়ী ধর্মেন্দ্রর ভিডিও ফাঁস তীব্র ক্ষোভে অমিতাভ–জয়া বচ্চন
হাসিনার রায় ঘোষণায় বিশৃঙ্খলা হলে দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর—আমির খসরু
রঙ্গনার ফুটেজ ফাঁস: ক্ষুব্ধ শাবনূর
‘তিন উপদেষ্টা সঠিক নির্বাচন বাধাগ্রস্ত করছেন’—অপসারণের দাবিতে ডা. তাহের
ক্যালিফোর্নিয়ার নতুন ভোটিং মানচিত্রে ‘ডেমোক্র্যাট সুবিধা’ মামলা করল ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট
একাধিক শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে ঢাবি শিক্ষক এরশাদ হালিম আদালতে চালান
সুদান সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ বাড়ছে, আল-ফাশির ঘটনায় তদন্তের দাবি তীব্র