রঙ্গনার ফুটেজ ফাঁস: ক্ষুব্ধ শাবনূর
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮:৩১, ১৪ নভেম্বর ২০২৫
অভিনেত্রী শাবনূর। ছবি: সংগৃহীত
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর দীর্ঘদিন পর ‘রঙ্গনা’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু প্রেক্ষাগৃহে মুক্তির আগেই সিনেমাটির অসম্পূর্ণ ফুটেজ ইউটিউব ও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার (১৪ নভেম্বর) দেওয়া এক পোস্টে শাবনূর সরাসরি প্রযোজনা সংস্থার অপেশাদার আচরণের সমালোচনা করেন।
শাবনূর লিখেছেন—“আমার কাজ ইউটিউবে বিনামূল্যে দেখানোর জন্য নয়। যদি আগে জানতাম এই প্রজেক্টটি সিনেমা হলে নয়, ইউটিউব কনটেন্ট হিসেবে প্রকাশিত হবে—তাহলে কখনই এতে অংশ নিতাম না।”
তিনি জানান, ‘রঙ্গনা’ ছবির ফুটেজ অনুমতি ছাড়াই প্রকাশ করায় তিনি বিস্মিত ও হতাশ।
শাবনূরের প্রশ্ন—
“আমি তো কখনো বলিনি যে ছবিতে আর কাজ করব না, তাহলে আমার অনুমতি ছাড়াই কেন অসম্পূর্ণ ক্লিপ ইউটিউব–ফেসবুকে প্রকাশ করা হলো?”
শাবনূর তার পোস্টে আরও উল্লেখ করেন—কাজ শুরু হওয়ার আগেই নিম্নমানের পোস্টার প্রকাশ করা হয়, যা সমালোচিত হয় শুটিং ইউনিটে ছিল নানা অব্যবস্থাপনা, বিদেশে শুটিং ও উচ্চমানের সম্পাদনার প্রতিশ্রুতি রাখা হয়নি।
প্রযোজকের সঙ্গে চুক্তি ছিল তিনি ডিসেম্বরেই দেশে ফিরে বাকি শুটিং শেষ করবেন।
কিন্তু তার আগেই অন্যায্যভাবে ক্লিপ প্রকাশ ও পুরোনো দৃশ্য বাতিল করে নতুন করে শুটিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে—যা তিনি ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।
দীর্ঘদিনের পেশাগত সুনাম নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করে শাবনূর বলেন— “এ ঘটনা শুধু আমার নয়, পুরো বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য হতাশাজনক।”
বাংলা চলচ্চিত্রে শাবনূরের পুনরাবির্ভাবে ভক্তদের যেমন ছিল উচ্ছ্বাস, তেমনি এই ঘটনার পর নেটিজেনদের মধ্যে এখন চলছে তীব্র আলোচনা। অনেকে প্রযোজনা সংস্থার অপেশাদারিত্বকে ঢালিউডের সামগ্রিক সংকটের প্রতিচ্ছবি বলে মন্তব্য করছেন।
