সেলেনা গোমেজ: ‘স্বপ্নের মতো কাটছে প্রতিটি দিন’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:৩০, ১৫ নভেম্বর ২০২৫
সেলেনা গোমেজ
বিবাহোত্তর জীবনে ঠিক কেমন সময় কাটছে—এমন প্রশ্নে নিজের অনুভূতি অকপটে তুলে ধরলেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। সম্প্রতি অ্যাপল মিউজিকের জনপ্রিয় হোস্ট জেন লো’কে দেওয়া এক সাক্ষাৎকারে স্বামী বেনি ব্ল্যাঙ্কোকে জীবনের “সবচেয়ে সুন্দর মানুষ” বলে আখ্যায়িত করেন তিনি।
জেন লো সেলেনাকে শুভেচ্ছা জানিয়ে জানতে চান, এতদিনের সম্পর্ককে বিবাহে রূপ দেওয়ার পর জীবন কি আরও সুন্দর হয়ে উঠেছে? এর জবাবে উচ্ছ্বসিত সেলেনা বলেন,
“নিশ্চিতভাবেই। এখন পর্যন্ত সবই ছিল একেবারে স্বপ্নের মতো। জানি উত্থান-পতন আসবেই, কিন্তু বেনির চেয়ে সুন্দর সঙ্গী এ পথ পাড়ি দেওয়ার জন্য হতে পারে না।”
মার্কিন বিনোদনভিত্তিক ম্যাগাজিন পিপল–এর কাছে এক ঘনিষ্ঠ সূত্র জানায়, বিয়ের আনুষ্ঠানিকতার কয়েকদিন পর সেলেনা-বেনি দম্পতি একটি ছোট হানিমুনে বের হন।
সূত্রের ভাষায়—
“তাদের ছোট্ট হানিমুনটা খুব উপভোগ্য ছিল। বিয়ের পর কয়েকদিন ধরে উদযাপন করেছেন, তারপর ধীরে ধীরে সময় নিয়ে ক্যালিফোর্নিয়ার উপকূল ধরে রোড ট্রিপে বের হন। টেক্সাসেও গিয়েছিলেন তারা। সব মিলিয়ে ছিল নিখুঁত হানিমুন।”
দীর্ঘদিনের বন্ধুত্ব ও প্রেমের পর গত ২৭ সেপ্টেম্বর, ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন সেলেনা গোমেজ ও সংগীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কো। বিয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন নবদম্পতি।
