একাধিক শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে
ঢাবি শিক্ষক এরশাদ হালিম আদালতে চালান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৫২, ১৪ নভেম্বর ২০২৫
ঢাবির রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিম। ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ধরে একাধিক পুরুষ শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর শেওড়াপাড়ার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে শুক্রবার সকালে মিরপুর মডেল থানা থেকে তাকে আদালতে চালান করা হয়।
পুলিশ সূত্র জানায়, ঢাবির রসায়ন বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ এবং মিরপুর মডেল থানায় মামলা দায়েরের পর রাত ১১টার দিকে অধ্যাপক হালিমকে তার বাসা থেকে আটক করা হয়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রুমন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। সম্প্রতি রসায়ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী প্রকাশ্যে অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করেন।
তারা অভিযোগ করেন, অধ্যাপক হালিম দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদের হয়রানি করে আসছিলেন।
বর্তমানে অধ্যাপক এরশাদ হালিম আদালতের হেফাজতে আছেন এবং মামলার পরবর্তী শুনানির অপেক্ষায় রয়েছেন।
