নারী চিকিৎসক জান্নাতুল হত্যা: স্বামীর ফাঁসির আদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৫৫, ১৩ নভেম্বর ২০২৫
চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা ও তার স্বামী রেজাউল করিম রেজা। ছবি: সংগৃহিত
রাজধানীর কলাবাগানের একটি আবাসিক হোটেলে নারী চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকাকে হত্যার দায়ে তার স্বামী রেজাউল করিম রেজাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়ে আত্মগোপনে চলে যান। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সাজা পরোয়ানা জারি করেছেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে জান্নাতুল ও রেজার পরিচয় হয়। পরের বছর তারা পরিবারের অজান্তে বিয়ে করেন এবং স্বামী-স্ত্রীর পরিচয়ে বিভিন্ন হোটেলে অবস্থান করতেন।
২০২২ সালের ১০ আগস্ট পান্থপথের এক হোটেলে জন্মদিন উদ্যাপনের কথা বলে জান্নাতুলকে নিয়ে যান রেজা। সেখানে অন্য নারীদের সঙ্গে সম্পর্ক নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে তিনি ধারালো ছুরি দিয়ে গলা কেটে জান্নাতুলকে হত্যা করেন। পরে গোসল করে দরজা বাইরে থেকে বন্ধ করে পালিয়ে চট্টগ্রামে চলে যান।
ঘটনার পরদিন নিহতের বাবা শফিকুল আলম কলাবাগান থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৩ সালের ১২ ডিসেম্বর রেজাকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
২০২৪ সালের ৭ মার্চ অভিযোগ গঠনের পর বিচার শুরু হয়। মামলায় ২৬ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গত ৯ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন হয়। এরপর আজ আদালত রায় ঘোষণা করে রেজাকে মৃত্যুদণ্ড দেন।
জান্নাতুল নাঈম সিদ্দিকা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্ত্রী ও গাইনি বিষয়ে কোর্সে অধ্যয়নরত ছিলেন।
