হাইকোর্টের জামিন স্থগিত, পাঁচ মামলায় বিপাকে সেলিনা হায়াৎ আইভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৩৭, ১২ নভেম্বর ২০২৫
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ পাঁচটি মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছিল।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ বিষয়ে আবেদন করা হলে আদালত হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করে। আগামী ১৭ নভেম্বর এসব মামলার পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে আপিল বিভাগে।
আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী এসএম হৃদয় রহমানসহ আরও কয়েকজন।
এর আগে হাইকোর্ট মিনারুল হত্যা মামলাসহ পাঁচটি মামলায় আইভীকে জামিন দেন। বিচারপতি এএসএম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল যথাযথ ঘোষণা করে জামিন দেন।
গত ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাড়ি ‘চুনকাকুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এরপর গত ২৭ মে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আইভীকে আবারও কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট পাঁচটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
