রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ১ অগ্রাহায়ণ ১৪৩২

অনন্যা সাহিত্য পুরস্কার পেলেন মহুয়া রউফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:২৩, ১৫ নভেম্বর ২০২৫

অনন্যা সাহিত্য পুরস্কার পেলেন মহুয়া রউফ

ছবি : সংগৃহীত

দেশের শীর্ষ নারীভিত্তিক পাক্ষিক অনন্যা আয়োজিত অনন্যা সাহিত্য পুরস্কার–১৪৩২ এ বছর পেয়েছেন ভ্রমণবিষয়ক লেখক ও ভূপর্যটক মহুয়া রউফ।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হয় পুরস্কার প্রদান অনুষ্ঠান। 

পাক্ষিক অনন্যা ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে আয়োজনে বক্তব্য দেন ড. তানজিনা হোসেন ও কবি পিয়াস মজিদ। তারা মহুয়া রউফের লেখনী, ভাষাশৈলী ও ভ্রমণগদ্যের বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন।

তাসমিমা হোসেন বলেন, এই প্রথম অনন্যা ভ্রমণবিষয়ক লেখককে পুরস্কৃত করল। ভ্রমণ লেখায় মহুয়া রউফ নতুন আঙ্গিক এনেছেন। তার লেখার ভাষাশৈলী, জ্ঞানের গভীরতা এবং শিক্ষণীয় উপাদান পাঠককে আকৃষ্ট করে।

বক্তারা জানান, মহুয়ার প্রথম বই ‘দখিন দুয়ার খোলা’-তে অ্যান্টার্কটিকার দুর্গম অভিযাত্রার রোমাঞ্চ উঠে এসেছে নতুন দৃষ্টিতে। দ্বিতীয় বই ‘লাতিনের নাটাই’ পাঠককে নিয়ে গেছে মায়া–ইনকা সভ্যতা, নেরুদার কবিতার সুর ও লাতিন সংস্কৃতির প্রাণময়তার ভেতর।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে মহুয়া রউফ পৃথিবীর বিচিত্র অঞ্চল ঘুরে দেখেছেন অনুসন্ধিৎসু মন নিয়ে। ইউরোপের ব্যস্ত নগরী থেকে লাতিন আমেরিকার উন্মাতাল সংস্কৃতি, এমনকি পৃথিবীর সর্বদক্ষিণের বরফমহাদেশ অ্যান্টার্কটিকাতেও তার পদচিহ্ন রয়েছে। একাকী ভ্রমণের মধ্য দিয়ে অর্জিত অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসই তার লেখকসত্তাকে সমৃদ্ধ করেছে।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত লেখকের ওপর নির্মিত তাপস কুমার দত্ত-এর তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে তাকে উত্তরীয় পরিয়ে দেন অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন এবং অতিথিরা তার হাতে ক্রেস্ট তুলে দেন।

১৯৯৩ সাল (বাংলা ১৪০১) থেকে নারীদের বিশেষ সাহিত্য–অবদানের স্বীকৃতি হিসেবে অনন্যা সাহিত্য পুরস্কার ধারাবাহিকভাবে প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

চাঁপাইনবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল
আসিফ আকবরের ‘ফুটবল বিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
বিশ্বমঞ্চের লাইমলাইট চুরি করেছেন ঐশ্বরিয়া রাই একাই…
তারেক রহমান ক্ষমতায় এলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হবে
সীতাকুণ্ডে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করল র‌্যাব-৭
আমরা ইউনূসের সনদ রিজেক্ট করেছি। আমরা জনতার সনদ তৈরি করব : সেলিম
রাজধানীতে নাশকতার প্রস্তুতি, নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি’ — নাসীরুদ্দীন পাটওয়ারী
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ৪ সপ্তাহ
জেনেভা ক্যাম্পে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করল পাকিস্তান
শয্যাশায়ী ধর্মেন্দ্রর ভিডিও ফাঁস তীব্র ক্ষোভে অমিতাভ–জয়া বচ্চন
হাসিনার রায় ঘোষণায় বিশৃঙ্খলা হলে দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর—আমির খসরু
রঙ্গনার ফুটেজ ফাঁস: ক্ষুব্ধ শাবনূর
‘তিন উপদেষ্টা সঠিক নির্বাচন বাধাগ্রস্ত করছেন’—অপসারণের দাবিতে ডা. তাহের
ক্যালিফোর্নিয়ার নতুন ভোটিং মানচিত্রে ‘ডেমোক্র্যাট সুবিধা’ মামলা করল ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট
একাধিক শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে ঢাবি শিক্ষক এরশাদ হালিম আদালতে চালান
সুদান সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ বাড়ছে, আল-ফাশির ঘটনায় তদন্তের দাবি তীব্র