গাজীপুরে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২১:৩৫, ১৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ২১:৪৬, ১৩ নভেম্বর ২০২৫
গাজীপুরের নূহাশপল্লীতে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন। ছবি: সংগৃহীত
নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদকে শ্রদ্ধা জানালো মানুষ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরের নুহাশ পল্লীতে ভীড় করেন ভক্ত, পরিবার ও শুভানুধ্যায়ীরা। তারা এসময় নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান হুমায়ূন আহমেদকে।
বৃহস্পতিবার সকালে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিনিত ও নিষাদ হুমায়ূনসহ পরিবারের সদস্যরা লেখকের কবর জিয়ারত করেন। এরপর তার আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
সন্ধ্যায় নুহাশ পল্লীতে এক হাজার ৭৭টি মোমবাতি প্রজ্বলন, পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। ফুল হাতে এসে ভক্তরা প্রিয় লেখকের প্রতি শ্রদ্ধা জানান। কেউ কেউ লেখকের সৃষ্ট চরিত্র ‘হিমু’ সেজে উপস্থিত হন, যা অনুষ্ঠানে ভিন্ন আবহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে মেহের আফরোজ শাওন বলেন, ‘হুমায়ূনের স্বপ্ন ছিল ক্যানসার হাসপাতাল ও একটি জাদুঘর নির্মাণ করা। কিন্তু আমি তার সেই স্বপ্ন বাস্তবায়নে সফল হতে পারিনি—এই ব্যর্থতার দায় আমি নিজেই নিচ্ছি।’
তিনি জানান, নুহাশ পল্লী ও হুমায়ূনের স্মৃতির সংরক্ষণে নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি একই জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। পিতা ফয়েজুর রহমান ছিলেন একজন পুলিশ কর্মকর্তা এবং মা আয়েশা ফয়েজ গৃহিণী।
২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কে ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। সাহিত্য, নাটক, গান ও চলচ্চিত্রে তার অবদান আজও পাঠক-দর্শকের হৃদয়ে অমলিন।
বাংলা সাহিত্যে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই লেখক রেখে গেছেন অসংখ্য কালজয়ী চরিত্র—‘হিমু’, ‘মিসির আলী’, ‘বাকের ভাই’—যারা আজও বাঙালির কল্পজগতে জীবন্ত।
