এক যুগান্তকারী গবেষণা জানাচ্ছে—স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে স্ত্রী প্রাণীরা গড়ে পুরুষদের চেয়ে ১২ শতাংশ বেশি দিন বাঁচে। এই আয়ু ব্যবধানের পেছনে লুকিয়ে আছে যৌন আচরণ, প্রজনন কৌশল ও জেনেটিক গঠনের জটিল মিশ্রণ। গবেষণাটি পরিচালনা করেছে জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, হাঙ্গেরি ও বেলজিয়ামের একদল আন্তর্জাতিক বিজ্ঞানী, যার ফলাফল প্রকাশিত হয়েছে সায়েন্স এডভান্স পত্রিকায়।