পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, কী হবে তখন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:০১, ৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৪:০১, ৭ সেপ্টেম্বর ২০২৫

আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। অর্থাৎ পৃথিবী সূর্যকে পুরোপুরি ঢেকে নেবে এবং এর ফলে আজ কিছু সময়ের জন্য পৃথিবী থেকে চাঁদকে পুরোপুরি দেখা যাবে না।
অবশ্য চাঁদের তুলনায় পৃথিবীর ব্যাস অনেক বেশি হওয়ায়, পৃথিবীর ঐ ব্যাসের পথ অতিক্রম করতে চাঁদের অনেকটা সময় লাগে। এই জন্য সূর্যগ্রহনের স্থায়ীত্ত্ব কয়েক মিনিট হলেও চন্দ্রগ্রহণের স্থায়ীত্ত্ব ২ থেকে ৩ ঘণ্টা পর্যন্ত হতে পারে।
চন্দ্রগ্রহণটি আজ রবিবার (৭ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হয়ে পরদিন, অর্থাৎ ৮ সেপ্টেম্বর সোমবার ভোর পর্যন্ত চলবে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে চন্দ্রগ্রহণ।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে পাবে মানুষ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চন্দ্রগ্রনের তথ্য জানিয়েছে। এতে বলা হয়, যদি আকাশ মেঘমুক্ত থাকে, তাহলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।
বাংলাদেশ সময় অনুযায়ী, আজ ৭ সেপ্টেম্বর রবিবার রাত ৯টা ২৮ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে।
চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো—পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। এ দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে।
তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না।