শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

ইরানে ৪টি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করবে রাশিয়া, ব্যয় ২৫ বিলিয়ন ডলার

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ২১:০৫, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ইরানে ৪টি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করবে রাশিয়া, ব্যয় ২৫ বিলিয়ন ডলার

 

ইরানে চারটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২৫ বিলিয়ন ডলারের চুক্তি করেছে রাশিয়া। ইরান হরমোজ কোম্পানি ও রাশিয়ার রোসাটমের মধ্যে স্বাক্ষরিত এ চুক্তি অনুযায়ী প্রতিটি কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হবে ১ হাজার ২৫৫ মেগাওয়াট। তবে প্রকল্প বাস্তবায়নের সময়সীমা প্রকাশ করা হয়নি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়, হরমোজগানের সিরিক অঞ্চলে এসব কেন্দ্র নির্মাণ করবে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটম।

বর্তমানে ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দক্ষিণাঞ্চলীয় বুশেহরে অবস্থিত। ওই কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা এক হাজার মেগাওয়াট, যা দেশের জ্বালানি চাহিদার অল্প অংশ পূরণ করে।

চুক্তিটি এমন সময়ে হলো যখন ইরানের বিরুদ্ধে জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহালের সম্ভাবনা তৈরি হয়েছে। ইউরোপের তিন দেশ—ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি অভিযোগ করছে, ইরান ২০১৫ সালের পরমাণু চুক্তির শর্ত ভঙ্গ করেছে। এর ভিত্তিতেই তারা ‘স্ন্যাপব্যাক’ নিষেধাজ্ঞা চালুর উদ্যোগ নিয়েছে।

শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে চীন ও রাশিয়া ছয় মাস সময় দিয়ে আলোচনার প্রস্তাব রাখলেও পশ্চিমা দেশগুলোর সমর্থন না মেলায় তা কার্যকর হওয়ার সম্ভাবনা ক্ষীণ। 

পশ্চিমা দেশগুলো বরাবরই ইরানকে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ করে আসছে। তবে তেহরান বলছে, তাদের কর্মসূচি একান্তই শান্তিপূর্ণ ও বেসামরিক প্রয়োজনে সীমাবদ্ধ।

১৯৯৩ সাল থেকে রাশিয়া ও ইরানের মধ্যে পারমাণবিক সহযোগিতা বিদ্যমান। সে সময় বুশেহর বিদ্যুৎকেন্দ্র নির্মাণে হাত গুটিয়ে নেওয়া জার্মানির জায়গায় কাজ সম্পন্ন করেছিল রাশিয়াই।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন