শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

পেন্টাগনের বৈঠক ঘিরে জল্পনা

হঠাৎ মার্কিন জেনারেলদের তলব

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১৩:০৩, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৪:৩৫, ২৬ সেপ্টেম্বর ২০২৫

হঠাৎ মার্কিন জেনারেলদের তলব

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত শত শত জেনারেল ও অ্যাডমিরালকে আগামী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভার্জিনিয়ার কোয়ান্টিকো সামরিক ঘাঁটিতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। 

সংবাদমাধ্যম সিএনএন, ওয়াশিংটন পোস্ট এবং রয়টার্সের খবরে বলা হয়েছে, এই বৈঠককে মার্কিন সামরিক ইতিহাসে এক অস্বাভাবিক ও নজিরবিহীন ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

হঠাৎ বৈঠকের পেছনে কী কারণ?
পেন্টাগন নিশ্চিত করেছে যে হেগসেথ বৈঠকে ভাষণ দেবেন। তবে বৈঠকের মূল উদ্দেশ্য বা আলোচ্যসূচি প্রকাশ করা হয়নি। এমনকি জেনারেল ও অ্যাডমিরালরাও জানেন না কেন হঠাৎ করে তাদের একত্রিত করা হয়েছে। এই অজ্ঞাত কারণে ওয়াশিংটনজুড়ে রাজনৈতিক মহল ও বিশ্লেষকরা নানা জল্পনায় মেতেছেন।

কিছু সূত্র বলছে, এটি হয়তো সামরিক কাঠামোতে বড় পরিবর্তনের ইঙ্গিত। আবার কেউ ধারণা করছেন, ব্যাপক হারে অফিসার বদল বা অপসারণের ঘোষণা আসতে পারে। কেউ কেউ এমনও বলছেন, এটি হতে পারে নতুন সামরিক অভিযান বা প্রতিরক্ষা কৌশল ঘোষণা করার মঞ্চ।

নিরাপত্তা বিতর্ক
এত সংখ্যক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে একই স্থানে ডাকার ফলে নিরাপত্তা ঝুঁকি নিয়েও প্রশ্ন উঠেছে। কংগ্রেসের এক সহকারী বলেছেন, “হেগসেথ যদি সামরিক কমান্ড কাঠামোতে বড় ধরনের সংস্কার বা নতুন কোনো অভিযান ঘোষণা না করেন, তবে এমন বৈঠকের যৌক্তিকতা খুঁজে পাওয়া কঠিন।”

এক কর্মকর্তা ব্যঙ্গ করে মন্তব্য করেছেন, “এটাকে অনেকে ‘স্কুইড গেম’ বলছে।” এর মধ্যেই এই বৈঠককে ঘিরে রাজনৈতিক বিতর্কও দানা বাঁধছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মহল একে কেবল একটি ‘বন্ধুসুলভ মিলনমেলা’ হিসেবে ব্যাখ্যা দিলেও, পর্যবেক্ষকরা মনে করছেন বিষয়টি এর চেয়ে গুরুতর।

কেন গুরুত্বপূর্ণ এই বৈঠক
মার্কিন সামরিক বাহিনীতে দীর্ঘদিন ধরেই জেনারেল ও ফ্ল্যাগ অফিসারদের সংখ্যা হ্রাস এবং কমান্ড কাঠামো পুনর্গঠনের আলোচনা চলছে। হেগসেথ এরই মধ্যে কিছু উচ্চপদস্থ অফিসারকে অপসারণ করেছেন। তাই অনেকে মনে করছেন, ৩০ সেপ্টেম্বরের বৈঠক হবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থায় একটি বড় মোড় ঘোরার সূচনা।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন