শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:০৮, ২৬ সেপ্টেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে মালিকরা এ সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।

এ ঘটনায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারগামী যাত্রীরা। 

মালিকপক্ষ বলছে, শ্রমিকদের নতুন দাবির কারণে তারা বাস চালাতে পারছেন না। যদিও এর আগে মালিক ও শ্রমিকদের মধ্যে বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে সমঝোতা হয়েছিল।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, সমঝোতা অনুযায়ী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে চালক, সুপারভাইজার ও সহকারীদের নতুন বেতন কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই মালিকরা হঠাৎ বাস বন্ধ করে দেন।

তিনি বলেন, “ঘোষণা ছাড়া রাতের বেলা বাস বন্ধ করা ন্যাক্কারজনক। পূজার আগে দুই দিনের ছুটিতে এমনিতেই ভিড় বেড়েছে, এর মধ্যে বাস বন্ধ করে দেওয়ায় সাধারণ যাত্রীরা বিপাকে পড়েছেন।”

অন্যদিকে মালিকপক্ষের দাবি, শ্রমিকরা যত্রতত্র যাত্রী তোলা ও খোরাকি ভাতা চাওয়ায় ব্যবসায় ক্ষতি হচ্ছে। তাই তারা বাধ্য হয়ে বাস বন্ধ রেখেছেন।

এর আগে চলতি মাসেই দুই দফা শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বাস বন্ধ করেছিলেন। এবার তৃতীয় দফায় বাস চলাচল বন্ধ থাকায় তিন জেলার যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন