শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

টঙ্গী ট্রাজেডি

দগ্ধ দোকান কর্মচারী আল আমিনের মৃত্যু, প্রাণহানির সংখ্যা বেড়ে ৩

গাজীপুর সংবাদদাতা

প্রকাশ: ১৬:৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫

দগ্ধ দোকান কর্মচারী আল আমিনের মৃত্যু, প্রাণহানির সংখ্যা বেড়ে ৩

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন দোকান কর্মচারী আল আমিন হোসেন বাবু (২২)। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঢামেকের চিকিৎসকরা জানান, আল আমিনের শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে যায়। দীর্ঘ কয়েকদিন ধরে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
আল আমিনের সহকর্মী মো. আনোয়ার হোসেন জানান, গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটের পাশের একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার সময় পাশের হার্ডওয়্যার ও রঙের দোকানের গুদামও ঝুঁকিতে পড়ে। মালামাল সরাতে গিয়ে আগুনের লেলিহান শিখায় আটকা পড়েন আল আমিন। তিনি কুড়িগ্রামের রৌমারি উপজেলার বাসিন্দা ছিলেন এবং টঙ্গী রেলওয়ে কলোনিতে থাকতেন।
এই মর্মান্তিক ঘটনায় ইতোমধ্যে টঙ্গী ফায়ার স্টেশনের দুই ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজন।
২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন লাগে। আগুন নেভাতে টঙ্গী ফায়ার স্টেশনের ৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। এসময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে চার ফায়ার ফাইটার ও কয়েকজন দোকান কর্মচারী দগ্ধ হন।
বার্ন ইনস্টিটিউটে এখনো চিকিৎসাধীন রয়েছেন আরও কয়েকজন। এর মধ্যে ফায়ার ফাইটার খন্দকার জান্নাতুল নাইম ৪২ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন