শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

ইজিবাইক চালককে ফোনে ডেকে গলা ও পুরুষাঙ্গ কেটে নৃশংস হত্যা নড়াইলে

নড়াইল প্রতিনিধি 

প্রকাশ: ১৬:১৫, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৬:১৭, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ইজিবাইক চালককে ফোনে ডেকে গলা ও পুরুষাঙ্গ কেটে নৃশংস হত্যা নড়াইলে

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামের প্রবীণ ইজিবাইক চালক আকবার ফকির (৬৫) কে ভয়াবহ কায়দায় হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। পরদিন সকালে বুড়িখালি গ্রামের একটি বাঁশ বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তালগাছের নিচে বাঁশ বাগানের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় আকবার ফকিরের লাশ পড়ে থাকতে দেখা যায়। লাশের গলা এবং পুরুষাঙ্গ কাটা অবস্থায় ছিল, যা স্থানীয়দের স্তম্ভিত করেছে।

নিহত আকবার ফকির শড়াতলা গ্রামের মৃত মমিন ফকিরের ছেলে। তিনি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের স্ত্রী ফরিদা বেগম (৫৮) বলেন,“বৃহস্পতিবার রাতে ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বের হন। তারপর আর ফেরেননি। সকালে লোকজন জানায়, তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।”

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন,“আকবার ফকিরের মরদেহ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যার কারণ এখনও পরিষ্কার নয়। তবে তদন্ত চলছে, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
এই নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন