বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৩৯, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২০:৪৫, ১৯ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের জন্য উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে কানাডার সরকার। বিক্ষোভ, সমাবেশ, সহিংস অপরাধের বৃদ্ধি এবং জঙ্গি হামলার সম্ভাবনা বিবেচনায় এ সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কানাডার সরকারি ওয়েবসাইটের ‘ভ্রমণ’ বিভাগে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ভ্রমণকারী কানাডীয় নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতামূলক বার্তায় ‘হলুদ চিহ্ন’ ব্যবহার করে বাংলাদেশকে উচ্চমাত্রার সতর্কতার তালিকায় রাখা হয়েছে।
একই সঙ্গে দেশের পার্বত্য তিন জেলা—রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে ভ্রমণের ক্ষেত্রে আরও কঠোর সতর্কতা জারি করেছে কানাডা। এই অঞ্চলের জন্য ‘লাল চিহ্ন’ ব্যবহার করে নাগরিকদের সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, বিক্ষোভ-সমাবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করেছে। বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার নানা পদক্ষেপ নিলেও পশ্চিমা অনেক দেশই সম্প্রতি তাদের ভ্রমণ নির্দেশিকা হালনাগাদ করছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও বাংলাদেশে ভ্রমণ সংক্রান্ত সতর্কতা জারি করেছিল। কানাডার নতুন সতর্কতা তারই ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।