রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ১ অগ্রাহায়ণ ১৪৩২

এনসিপিকে ‘শাপলা’ প্রতীক না দেওয়ার ব্যাখ্যায় না সিইসির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:১৬, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০৩:১৬, ২৬ সেপ্টেম্বর ২০২৫

এনসিপিকে ‘শাপলা’ প্রতীক না দেওয়ার ব্যাখ্যায় না সিইসির

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পষ্ট করে বলেছেন, শাপলা প্রতীক কেন দেওয়া হয়নি তার ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটি নির্বাচন কমিশনের নিজস্ব সিদ্ধান্ত। কমিশন কারও কথায় চলে না, বরং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে চায়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিইসি নাসির উদ্দিন জানান, শাপলা প্রতীক প্রথমে চেয়েছিল নাগরিক ঐক্য, তাদেরকে দেওয়া হয়নি। পরবর্তীতে এনসিপি (জাতীয় নাগরির পার্টি) শাপলা প্রতীক চাইলেও কাউকেই এটি বরাদ্দ দেওয়া হয়নি।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “শাপলা প্রতীক না দিলে নির্বাচন হবে না—এমন মন্তব্য রাজনীতিবিদদের পক্ষ থেকেই আসে। তারা অনেক কথাই বলেন, আমরা শুনব, কিন্তু নিজেদের কাজ নিরপেক্ষভাবে করে যাব।”

এনসিপি নেতা সারজিস আলমের প্রতিক্রিয়ায় ইসিকে হুমকি দেওয়া হয়নি উল্লেখ করে সিইসি বলেন, রাজনৈতিক নেতাদের বক্তব্যকে কমিশন হুমকি হিসেবে দেখছে না। কারণ তাদের উদ্দেশ্য দেশপ্রেমে উদ্বুদ্ধ, দেশদ্রোহিতা নয়।

তিনি প্রশ্ন তোলেন, “নির্বাচন কমিশনে প্রথম নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না শাপলা প্রতীক চেয়েছিলেন, তখন আলোচনা হয়নি। এখন কেন শাপলা নিয়ে এত আলোচনা?”

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হচ্ছে জানিয়ে সিইসি বলেন, প্রধান উপদেষ্টা নিজেও ফেব্রুয়ারির সময়সীমা উল্লেখ করেছেন। সে অনুযায়ী সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) মেনে নির্বাচন আয়োজন করা হবে। এ সময় তিনি স্পষ্ট করেন, পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে ভোট গ্রহণের কোনো সুযোগ নেই। কারণ সংবিধান ও আরপিওতে এমন ব্যবস্থা নেই।

‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে বলেও জানান সিইসি। একই সঙ্গে তিনি বলেন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে যাচাই-বাছাই চলছে এবং খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ছাড়া প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ইসি বিশেষ উদ্যোগ নিয়েছে। রমজানের আগেই নির্বাচন আয়োজনের সর্বোচ্চ প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। “আমরা একটি ঐতিহাসিক নির্বাচন করতে চাই”—বলেছেন সিইসি নাসির উদ্দিন।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

চাঁপাইনবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল
আসিফ আকবরের ‘ফুটবল বিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
বিশ্বমঞ্চের লাইমলাইট চুরি করেছেন ঐশ্বরিয়া রাই একাই…
তারেক রহমান ক্ষমতায় এলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হবে
সীতাকুণ্ডে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করল র‌্যাব-৭
আমরা ইউনূসের সনদ রিজেক্ট করেছি। আমরা জনতার সনদ তৈরি করব : সেলিম
রাজধানীতে নাশকতার প্রস্তুতি, নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি’ — নাসীরুদ্দীন পাটওয়ারী
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ৪ সপ্তাহ
জেনেভা ক্যাম্পে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করল পাকিস্তান
শয্যাশায়ী ধর্মেন্দ্রর ভিডিও ফাঁস তীব্র ক্ষোভে অমিতাভ–জয়া বচ্চন
হাসিনার রায় ঘোষণায় বিশৃঙ্খলা হলে দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর—আমির খসরু
রঙ্গনার ফুটেজ ফাঁস: ক্ষুব্ধ শাবনূর
‘তিন উপদেষ্টা সঠিক নির্বাচন বাধাগ্রস্ত করছেন’—অপসারণের দাবিতে ডা. তাহের
ক্যালিফোর্নিয়ার নতুন ভোটিং মানচিত্রে ‘ডেমোক্র্যাট সুবিধা’ মামলা করল ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট
একাধিক শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে ঢাবি শিক্ষক এরশাদ হালিম আদালতে চালান
সুদান সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ বাড়ছে, আল-ফাশির ঘটনায় তদন্তের দাবি তীব্র