এ বছরও হজের বিমান টিকিটে আবগারি শুল্ক মওকুফের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:২৫, ১৩ নভেম্বর ২০২৫
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) / ফাইল ছবি
চলতি বছরও হজযাত্রীদের বিমান টিকিটে আরোপিত আবগারি শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
আগামী সপ্তাহের মধ্যে এই বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা জানিয়েছেন। আগামী সপ্তাহেই এর প্রজ্ঞাপন জারি হবে বলে জানান তারা।
এনবিআর কর্মকর্তারা জানান, ঢাকা–জেদ্দা এবং জেদ্দা–ঢাকা উভয়মুখী বিমান ভাড়ায় আরোপিত আবগারি শুল্ক প্রত্যাহার করা হলে প্রতি হজযাত্রীর প্রায় ৫ হাজার টাকা সাশ্রয় হবে। একদিকে ২,৫০০ টাকা, দুই দিক মিলিয়ে মোট ৫,০০০ টাকা পর্যন্ত যাত্রীদের ভাড়ায় ছাড় পাওয়া যাবে।
এর আগে ২০২৪ সালেও একইভাবে হজের টিকিটে আবগারি শুল্ক মওকুফ করেছিল সরকার।
চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় ১ লাখ ২০ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরবে যাওয়ার অনুমতি পেয়েছেন। বিমানের পাশাপাশি বেসরকারি এয়ারলাইনগুলোও হজযাত্রী পরিবহন করবে। বিমান ভাড়া ও অন্যান্য ব্যয় বৃদ্ধি পাওয়ায় এবারের হজ প্যাকেজ মূল্য গত বছরের তুলনায় কিছুটা বেশি হয়েছে।
