ক্ষমতায় গেলে পদ্মা–তিস্তা ও ফারাক্কা অগ্রাধিকার দেবে বিএনপি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩:৪১, ১৫ নভেম্বর ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা–মহানন্দা নদীবেষ্টিত এলাকায় পানিবণ্টন সংকট ও সীমান্ত–সহযোগিতা ইস্যু আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা–তিস্তা পানি বণ্টন এবং ফারাক্কা বাঁধসংক্রান্ত সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে।
ফখরুল বলেন,“প্রতিবেশী দেশের সঙ্গে সমতার সম্পর্ক থাকবে; দাদাগিরির সুযোগ নেই। যুদ্ধের সময় ভারত আমাদের সহযোগিতা করেছে—আজ আরও বেশি সহযোগিতা করা উচিত।”
তিনি আরও জানান, নদীর পানি আটকে দেওয়ার কারণে পদ্মা–ঘেঁষা জনপদে কৃষি, জীবিকা ও পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মতে, নির্বাচিত সরকার না থাকলে ন্যায্য পানির অধিকার আদায় সম্ভব নয়।
বিএনপি মহাসচিব বলেন—“প্রতিটি দেশ তার স্বার্থ রক্ষা করে। কিন্তু জনগণের সরকার না থাকলে বৈধ দাবি আদায় করা যায় না। বিএনপি সরকার গঠন করতে পারলে পদ্মা–তিস্তার পানি বণ্টন সংক্রান্ত ন্যায্য অধিকার আদায়ে গুরুত্ব দেবে।”
তিনি সীমান্তে হত্যা, ব্যালেন্স অব চেইন ও আঞ্চলিক নিরাপত্তা সম্পর্কেও কঠোর বার্তা দেন।
মির্জা ফখরুল মন্তব্য করেন,“একটি দল বিএনপির ভেতরে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে—রাজনীতিতে ফায়দা নিতেই তাদের এই অপচেষ্টা। নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।”
তিনি আরও একদলকে ক্ষমতায় যাওয়ার চেষ্টা হিসেবে সমালোচনা করে বলেন—“অতীতে তাদের দ্বারা রাষ্ট্রের পরিবর্তন বা শৃঙ্খলা ফেরানো সম্ভব হয়নি।”
প্রসঙ্গত, শনিবার দুপুর ২টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির ‘পদ্মা বাঁচাও’ গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
